সমাজসেবা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Department of social services job circular 2022, DSS Job Circular 2022

                       সমাজসেবা অধিদফতর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Department of social services job circular 2022

DSS Job Circular 2022


Department of social services job circular 2022,job circular,department of social services,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,সমাজসেবা অধিদপ্তর,dss job circular 2022,govt job circular 2022,সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি,dss job circular,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,government job circular 2022,job circular 2022,job circular 2022,department of social services job circular 2022,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ।

 

সমাজসেবা অধিদফতর একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। সংস্থাটি  ইউনিয়ন সমাজকর্মী ( union somaj kormi ), অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, গাড়ী চালক সহ বিভিন্ন পদে  ৯৬০ জনকে নিয়োগ দেবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি পাস/ JSC. অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকুরির এই আবেদনটি করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিচে বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।

 


গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠানের নাম সমাজসেবা অধিদপ্তর
চাকুরির ধরন সরকারি চাকরি
ক্যাটাগরি
পদ সংখ্যা ৯৬০ টি
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখুন
আবেদন করার বয়স ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর সময় জুন ২০২২
আবেদনের শেষ সময় জুলাই ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট www.dss.gov.bd
আবেদন করার লিংক নিচে দেখুন



 Union Somaj Kormi Exam Date: 

কর্তৃপক্ষ ২৪শে ডিসেম্বর ২০২১ - সমাজসেবা বিভাগের সমাজ কর্মি ইউনিয়নের পদের জন্য পরীক্ষা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষা যথাসময়ে নেওয়া হচ্ছে না বলে জানান সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরবর্তীতে নতুনভাবে তারিখ প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিব।


DSS Somaj Kormi New Exam Date 2022


DSS Somaj Kormi New Exam Date 2022



সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি -২০২২

Somaj Seba Job Circular 2022

 

১. পদের নাম : হাউজ প্যারেন্ট কাম টিচার।

পদ সংখ্যা : ১৩ টি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

 

২. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা : ১০ টি।

বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 

৩. পদের নাম : ফিল্ড সুপারভাইজার।

পদ সংখ্যা : ৫০ টি।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

 

৪. পদের নাম : সমাজকর্মী (ইউনিয়ন)।

পদ সংখ্যা : ৪৬০ টি।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

 

৫. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা : ১৫৭ টি।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে।

 


dss job



৬. পদের নাম : গাড়ীচালক।

পদ সংখ্যা : ১২টি।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী যান বাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।

 

৬. পদের নাম : অফিস সহায়ক।

পদ সংখ্যা : ২৫৫টি।

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


 সমাজসেবা অধিদপ্তর job circular 2022


আবেদন শুরুর সময়:  জুন ২০২২ তারিখ 

আবেদনের শেষ সময়: জুলাই ২০২২ তারিখ 

আবেদনের মাধ্যমঅনলাইনে।


আবেদন ফিঃ টেলিটক সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। বর্ণিত পদের জন্য ফি (সার্ভিস চার্জ  সহ ) আবেদনপত্র দাখিলের ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।


Department of social services job circular 2022,job circular,department of social services,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,সমাজসেবা অধিদপ্তর,dss job circular 2022,govt job circular 2022,সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি,dss job circular,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,government job circular 2022,job circular 2022,job circular 2022,department of social services job circular 2022,সমাজসেবা অধিদপ্তর নিয়োগ।



ওয়েবসাইটঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র 

পূরণ করে সাবমিট করতে  পারবেন।


🛑PKSF multiple jobs, salary 1,16,500-2,09,000 


 ✅✅২৬৮৯ জনকে নিয়োগ দিবে স্বাস্থ্য অধিদপ্তর- DGHS

 

✅✅অষ্টম শ্রেণি পাশে -Bangladesh Road Transport Authority (BRTA)- সরকারি চাকুরি

 

✅✅২০০টি পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

 

 

 

Post a Comment

Previous Post Next Post