এইচএসসি পাশেই বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ- Army Job Circular 2022, 89th BMA Long Course 2022

 ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন গ্রহণ শুরু


89th BMA Long Course 20222

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২৫-০২-২০২২

Army Job Circular 2022



প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ সেনাবাহিনী

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

বিস্তারিত দেখুন

আবেদন করার বয়স

০১ জানুয়ারি ২০২৩ ( ১৭-২১ বছর)

আবেদন করার মাধ্যম

অনলাইন

আবেদন শুরুর সময়

২৫-০২-২০২২

আবেদনের শেষ সময়

৩০-০৪-২০২২

অফিশিয়াল ওয়েবসাইট

https://joinbangladesharmy.army.mil.bd/

আবেদন করার লিংক

নিচে দেখুন

 

Army Job Circular 2022

গুরুত্বপূর্ণ তথ্য


BMA Long Course Bangladesh Army



বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ ( ১৭-২১ বছর) অর্থাৎ প্রার্থীর জন্ম সাল ০১/০১/২০০২ ইং থেকে ০১/০১/২০০৬ ইং এর মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর জন্য ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

জাতীয়তাঃ জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।

নির্বাচন পদ্ধতি

১। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ ১৬ মে ২০২২ হতে ২৬ মে ২০২২ পর্যন্ত।

২। লিখিত পরীক্ষাঃ ১০ জুন ২০২২।

৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ ( ISSB) পরীক্ষাঃ পরীক্ষার তারিখ www.issb-bd.org তে প্রকাশ করা হবে।

৪। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা

৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান





প্রার্থীর জন্য অযোগ্যতাঃ

১। সেনা/নৌ/বিমান অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।

২। আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত ।

৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।

৪। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।

৫। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

৬। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে  চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে।

৭। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।



বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

bma long course job circular 2022



আবেদন ফিঃ

আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust bank, t-cash, Visa/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে হবে।


ওয়েবসাইটঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  https://joinbangladesharmy.army.mil.bdএই ওয়েবসাইটে গিয়ে উপরে ডান পাশে কোনায় Apply Now তে ক্লিক করে  আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে  পারবেন।








 

Post a Comment

Previous Post Next Post