চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Chittagong Port Authority Job Circular 2022

 

চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,


Chittagong Port Authority Job Circular 2022

 CPA Job Circular 2022

 

 

আবেদন শুরুর সময়: ০৭/০২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২২/০২/২০২২ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

সোনালী ব্যাংক লিঃ এ ফি জমাদানের শেষ তারিখঃ ২৩/০২/২০২২ ইং

আবেদনের মাধ্যম: অনলাইনে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  jobscpa.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে  পারবেন। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।

 

পদের নাম : ল্যান্ড সার্ভেয়ার

পদ সংখ্যা : ০২ টি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশসহ সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি।

বেতন : ৯৭০০-২৩৪৯০/- টাকা।


 পদের নাম : ল্যান্ড সার্ভে আমিন

পদ সংখ্যা : ০২ টি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশসহ সার্ভে ফাইনাল সার্টিফিকেট ল্যান্ড সার্ভে কাজের ০১ বৎসরের অভিজ্ঞতা।

বেতন : ৯৩০০-২২৪৯০/- টাকা।






প্রবেশপত্রঃ 


চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইটের ( www.cpa.gov.bd ) মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ jobscpa.org ওয়েব সাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।


NSI Job Circular 2022



Post a Comment

Previous Post Next Post