ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
বিজ্ঞপ্তি প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২
শূন্যপদ সংখ্যা: ৩৪ টি
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
আবেদন ফি: ১,০০০/- টাকা
আবেদন মাধ্যম: ডাকযোগ/কুরিয়ার সার্ভিস
ডাকযোগে আবেদন শুরু: ০২ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২২
অফিসিয়াল ওয়েবসাইট: www.dmtcl.gov.bd
কাগজপত্র-
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি।
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
স্নাতক পরীক্ষার মার্কশীটের ফটোকপি।
অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সনদপত্রের ফটোকপি।
১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূলকপি)।
স্থায়ী ঠিকানার সনদপত্র (মূলকপি)।
আবেদন ফি জমাদানের রশিদ (মূলকপি)।
উল্লেখ্য, ছবিসহ যে সকল ডকুমেন্টের ফটোকপি চাওয়া হয়ছে তা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করতে হবে একজন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে।
বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নে লিখিত ঠিকানা বরাবর পৌঁছাতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,
প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪,
৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদপনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে ৯” X ৪” সাইজের চিঠির খামে করে। চিঠির খামের উপর বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে। এছাড়াও পদের গ্রুপের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি-৫ এন ২ উল্লেখ করতে হবে।
Tags
Govt. Job