নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ I Department of Shipping (dos) Job circular 2022

 নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


Department of Shipping (dos) Job circular 2022,

 

নৌ-পরিবহন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি (নং: ১৮.১৭.০০০০.০০৮.১১.০০১.২২-১৬৩) প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন পদে ২৬ জনকে নিয়োগ দেবে। নিচে বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।

 

গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠানের নাম

নৌ-পরিবহন অধিদপ্তর

চাকুরির ধরন

সরকারি চাকরি

ক্যাটাগরি

০৫ টি

পদ সংখ্যা

২৬ টি

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

পদের নাম

১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪. ডাটা কন্ট্রোল অপারেটর, ৫. অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা

বিস্তারিত দেখুন

আবেদন করার বয়স

১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)

আবেদন করার মাধ্যম

অনলাইন

আবেদন শুরুর সময়

২৬-০২-২০২২

আবেদনের শেষ সময়

২৫-০৩-২০২২

অফিশিয়াল ওয়েবসাইট

www.dos.gov.bd

আবেদন করার লিংক

নিচে দেখুন

 

DOS Job Circular 2022

DOS Job Circular 2022

Dg Shipping online application


আবেদন ফিঃ

অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড, আবেদন পত্রে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং উপরে দেওয়া ‘ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে  অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন ব্যাংক কার্ড) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে  একই মেন্যু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে।  ১-৪ নং আবেদনকারীদের ১০০/- (একশত) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ১১০/- টাকা এবং অফিস সহায়ক পদের আবেদনকারীকে ৫০/- (পঞ্চাশ) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ৫৫/- টাকা। উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।


প্রবেশপত্রঃ

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ক্ষুদে বার্তায় (এসএমএস) জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রদত্ত লিংক থেকে অথবা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ এর আওতায় ‘প্রবেশপত্র’ মেন্যুতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড/প্রিন্ট করে নিতে হবে।


ওয়েবসাইটঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  https://dos.solutionart.net/currentJobs/cir20Feb2022Sun3 এই 

লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে  পারবেন।

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post