প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা
অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Land Management Automation Project Job Circular- 2022
প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জনকে নিয়োগ দেবে।
আবেদন শুরুর সময়: ২৩/০২/২০২২ তারিখ
আবেদনের শেষ সময়: ২২/০৩/২০২২ তারিখ
আবেদনের মাধ্যম: অনলাইনে।
ওয়েবসাইটঃ http://lmap.minland.gov.bd
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://lmap.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট
করতে পারবেন।
আবেদন ফিঃ টেলিটক সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। বর্ণিত পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ (১২/-) টাকা সহ ১১২/- টাকা, আবেদনপত্র দাখিলের ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
LMAP Job Circular 2022
পদের নাম : কম্পিউটার
অপারেটর।
গ্রেড: ১৩
পদ সংখ্যা : ৪৫৩ টি।
বেতন স্কেল : ১৮,২০০
টাকা এবং ১৭,৬৫০ টাকা (স্থান ভেদে)।
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর।
মেয়াদ কালঃ ৩৬ মাস।
শিক্ষাগত যোগ্যতা : কোন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি এবং কম্পিউটার
প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Ministry of land job circular 2022
প্রবেশপত্রঃ
আবেদনকারীগণের
মোবাইল ফোনে টেলিটক হতে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো
হবে।
Tags
Govt. Job