How to Activate feedburner Email subscription

ইমেইলের মাধ্যমে ‍খুব সহজে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ইমেইল সাবসক্রিপশন করুন


ইমেইল সাবসক্রিপশনের মাধ্যমে খুব সহজে আপনি আমাদের প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ইমেইলে পেতে পারেন। এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট সঠিক ভাবে সাবসক্রাইব করতে হবে। সঠিক প্রক্রিয়ায় সাবসক্রাইব না করলে ইমেইলে নটিফিকেশন যাবে না।  ইমেইল এর এই সার্ভিস টি উপভোগ করতে চাইলে আপনাকে নিম্নক্ত পদ্বতি অনুসরণ করে সাবসক্রাইব সম্পূর্ণ করতে হবে। মাত্র দুটি ধাপ অনুসরণ করে এই সার্ভিস টি চালু করতে পারেন।

ধাপ ১:

প্রথমে আপনাকে আপনার ইমেইল এড্রেসটি নিচের দেখানো ঘরে লিখতে হবে। এর পর সাবসক্রাইব বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে। অনেকেই মনে করেন এই ধাপটি সম্পূর্ণ করলে কাজ শেষ। কিন্তু ধাপটি সম্পূর্ণ করলে্ আপনি সার্ভিসটি উপভোগ করতে পারবেন না। এই ধাপটি সম্পূর্ণ করলে আপনার ইমেইলে একটি ফিড ব্যাক ম্যাসেজ যাবে। কাজ সম্পূর্ণ করতে ২য় ধাপ অনুসরণ করুন।

 

feedburner

 

ধাপ ২:

প্রথমে আপনার মেইল এর ইনবক্স খুলুন। নিচের প্রদত্ত চিত্রের মত একটি মেইল আপনাকে পাঠানো হবে। চিত্রে মার্ক করা লিংকের মত লিংকটি আপনার ইমেইল থেকে ক্লিক করে আপনার ইমেইল সার্ভিসটি এ্যাকটিভ করুন।

 

feedburner

 


ধন্যবাদ, আপনার কাজ শেষ! এখন থেকে আমাদের প্রকাশিত সকল হালনাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ইমেইলে চলে যাবে। নতুন নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সাবসক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।






Post a Comment

Previous Post Next Post