পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ‘তে ৯টি ক্যাটাগরির পদে মোট ৯ জন কে নিয়োগ দিবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে টেলিটক সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। WARPO Job Circular 2022 এ আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। আপনি যদি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হন তবে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে আবেদন করার জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হয়ে থাকে।বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ০১-০৫-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদানুযায়ী অষ্টম থেকে স্নাতক চাওয়া হয়েছে। যোগ্যতা সম্পূর্ন প্রার্থী হলে এখনই আবেদন করুন এবং পরিচিত সরকারি চাকুরি প্রত্যাশিদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন। সরকারি চাকুরির আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের অন্যান্য পোস্ট গুলোও দেখুন। প্রতিদিন নতুন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হয়। তাই নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম | পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) |
---|---|
চাকুরির ধরন | সরকারি চাকরি |
ক্যাটাগরি | ৯ টি |
পদ সংখ্যা | ৯ টি |
প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
শিক্ষাগত যোগ্যতা | বিস্তারিত দেখুন |
আবেদন করার বয়স | ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২) |
বেতন | সরকারি বেতন স্কেল অনুযায়ী। |
আবেদন করার মাধ্যম | অনলাইন |
আবেদন শুরুর সময় | ২৩/০৫/২০২২ তারিখ সকাল ১০:০০ টা |
আবেদন করার শেষ সময় | ৫/০৬/২০২২ তারিখ সকাল ১২:০০ টা |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.warpo.gov.bd/ |
আবেদন ফি | নিচে দেখুন |
আবেদন করার লিংক | নিচে দেখুন |
পদের নাম ও পদ সংখ্যা
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । WARPO Job Circular 2022
- পদের নামঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অর্তনীতিবিদ)-১
- পদের নামঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অর্তনীতিবিদ)-১
- পদের নামঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (সমাজ)-১
- পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা/সহকারী প্রকৌশলী (ভূ-পরিস্থ পানি)-১
- পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা/সহকারী প্রকৌশলী (কৃষি)-১
- পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা/সহকারী প্রকৌশলী (ভূ-গর্ভস্থ পানি)-১
- পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিবীক্ষণ ও মূল্যায়ন)-১
- পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১
- পদের নামঃ রিপ্রোডাকশন হেলপার-১