Bangladesh National Museum Job Circular 2022
বাংলাদেশ জাতীয় যাদুঘর কর্তৃক প্রকাশিত সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ‘তে ৩২টি ক্যাটাগরির পদে মোট ১০৫ জন কে নিয়োগ দিবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে টেলিটক সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। BNM Job Circular 2022 এ আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। আপনি যদি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হন তবে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে আবেদন করার জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হয়ে থাকে।বাংলাদেশ বাংলাদেশ জাতীয় যাদুঘর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ০৯-০৬-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদানুযায়ী অষ্টম থেকে স্নাতক চাওয়া হয়েছে। Bangladesh National Museum Job Circular 2022 আবেদন করার যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। যোগ্যতা সম্পূর্ন প্রার্থী হলে এখনই আবেদন করুন এবং পরিচিত সরকারি চাকুরি প্রত্যাশিদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন। সরকারি চাকুরির আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের অন্যান্য পোস্ট গুলোও দেখুন। প্রতিদিন নতুন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হয়। তাই নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জাতীয় যাদুঘর |
---|---|
চাকুরির ধরন | সরকারি চাকরি |
ক্যাটাগরি | ৩২ টি |
পদ সংখ্যা | ১০৫ টি |
প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
শিক্ষাগত যোগ্যতা | বিস্তারিত দেখুন |
আবেদন করার বয়স | ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২) |
বেতন | সরকারি বেতন স্কেল অনুযায়ী। |
আবেদন করার মাধ্যম | অনলাইন |
আবেদন শুরুর সময় | ১৪/০৬/২০২২ তারিখ সকাল ১০:০০ টা |
আবেদন করার শেষ সময় | ১৩/০৭/২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.bangladeshmuseum.gov.bd/ |
আবেদন ফি | নিচে দেখুন |
আবেদন করার লিংক | নিচে দেখুন |
শূন্যপদ সম্পর্কিত তথ্য
হিসাব রক্ষণ কর্মকর্তা –
১
ঊর্ধ্বতন ফটোগ্রাফার- ১
প্রকাশনা অফিসার- ১
সহকারী প্রশাসনিক কর্মকর্তা-
১
সহকারী পরিকল্পনা অফিসার-
১
রেপ্লিকা ম্যানুফেকচারার-
১
প্রদর্শক প্রভাষক- ২
রেজিস্ট্রেশন সহকারী- ১
সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার-
১
অফিস সহকারী কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক- ১
হিসাব সহকারী-কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক- ১
ইলেকট্রিশিয়ান -১
পাম্প মিস্ত্রি/অপারেটর-
১
প্লাম্বার- ১
লিফট অপারেটর- ১
মেইন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট
– ১
চিলড্রেন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট-
১
অফিস সহায়ক- ১৪
নিরাপত্তা প্রহরী- ৪৩
মালি- ৪
পরিচ্ছন্নতা কর্মী- ৩
আহসান মঞ্জিল জাদুঘরের কীপার
(অস্থায়ী)- ১
হিসাবরক্ষক (অস্থায়ী)- ১
অভ্যর্থনাকারী (অস্থায়ী)
– ১
অফিস সহকারী কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক ( অস্থায়ী) – ১
অফিস সহায়ক- ১
নিরাপত্তা প্রহরী- ৫
মালি- ২
জিয়া স্মৃতি জাদুঘরের লাইব্রেরি
এ্যাটেনডেন্ট- ১
অফিস সহায়ক- ১
নিরাপত্তা প্রহরী- ২
পরিচ্ছন্নতা কর্মী- ২
শিল্পাচার্য জয়নুল আবেদিন
সংগ্রহশালার নিরাপত্তা প্রহরী- ১
পরিচ্ছন্নতা কর্মী- ১
ওসমানী জাদুঘরের অফিস সহায়ক/প্রহরী- ৩
Bangladesh National Museum Job Circular 2022 pdf
আবেদন করার
লিংকঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bnm.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে পারবেন।