বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ 


বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, BEPRC Job Circular 2022 pdf download, http://beprc.teletalk.com.bd, eprc



বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ‘তে  ১২ টি ক্যাটাগরির পদে মোট ৩৮ জন কে নিয়োগ দিবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে টেলিটক সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। BEPRC Job Circular 2022 এ আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। আপনি যদি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হন তবে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে আবেদন করার  জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হয়ে থাকে। বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ০৫-০৭-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদানুযায়ী চাওয়া হয়েছেBangladesh Energy and Power Research Council Job Circular 2022 আবেদন করার যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। যোগ্যতা সম্পূর্ন প্রার্থী হলে এখনই আবেদন করুন এবং পরিচিত সরকারি চাকুরি প্রত্যাশিদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।   সরকারি চাকুরির আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের অন্যান্য পোস্ট গুলোও দেখুন। প্রতিদিন নতুন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হয়। তাই নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করতে পারেন।





বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল  নিয়োগ ২০২২


প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল
চাকুরির ধরন সরকারি চাকরি
ক্যাটাগরি ১২ টি
পদ সংখ্যা ৩৮ টি
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখুন
আবেদন করার বয়স ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)
বেতন সরকারি বেতন স্কেল অনুযায়ী।
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর সময় ০৫/০৭/২০২২ তারিখ সকাল ১০:০০ টা
আবেদন করার শেষ সময় ০৪/০৮/২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা
অফিশিয়াল ওয়েবসাইট www.eprc.gov.bd
আবেদন ফি নিচে দেখুন
আবেদন করার লিংক নিচে দেখুন




শূন্যপদ সম্পর্কিত তথ্য

BEPRC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)
পদ সংখ্যাঃ
 ০১ টি।



পদের নামঃ সহকারী পরিচালক (ইনোভেশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ সহকারী পরিচালক ( ইনকিউবেশন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ সহকারী পরিচালক (অন্টাপ্রনারশিপ)
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ সহকারী পরিচালক (মানবসম্পদ উন্নয়ন)
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যাঃ
 ০১ টি।

পদের নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ
 ০১ টি।

 

পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ
 ০৫ টি।

 

পদের নামঃ গাড়ী চালক
পদ সংখ্যাঃ
 ০৭ টি।

 

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ
 ১৭ টি।

 BEPRC Job Circular 2022

পরীক্ষার ফি প্রদান ও SMS প্রেরণের নিয়মাবলি : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে । User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ০১ হতে ০৭ নম্বর পর্যন্ত পদের জন্য (গ্রেড ৯-১০) ৫০০/-(পাঁচশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬০ (ষাট) টাকাসহ সর্বমােট ৫৬০/- টাকা এবং ক্রমিক নম্বর ০৮ হতে ১২ নম্বর পর্যন্ত পদের (গ্রেড ১৩-২০) জন্য ২০০/-(দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৪ (চব্বিশ) টাকাসহ সর্বমােট ২২৪/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”। 

প্রথম SMS : BEPRC<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BEPRC ABCDEF 
Reply (ক্রমিক নম্বর ০১ হতে ০৭ নম্বর পর্যন্ত পদসমূহের জন্য): Applicant's Name, Tk-560 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BEPRC <Space> Yes Space PIN and send to 16222 
Reply (ক্রমিক নম্বর ০৮ হতে ১২ নম্বর পর্যন্ত পদসমূহের জন্য): Applicant's Name, Tk-224 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BEPRC <Space> Yes<Space>PIN and send to 16222 
দ্বিতীয় SMS: BEPRC<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।Example: 
BEPRCYES 12345678 
Reply: Congratulations Applicant's Name, payment Completed Successfully for BEPRC Application for post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). 
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://beprc.teletalk.com.bd অথবা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর ওয়েবসাইট www.eprc.gov.bd এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। 
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। 
শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। 
(i) 
User ID Giant PCG: BEPRC<Space>HELP<Space>USER<Space>User ID & Send to 16222. Example: BEPRC HELP USER ABCDEF 
(ii) 
PIN Number জানা থাকলে: BEPRC <Space>HELP<Space>PIN<Space>PIN No & Send to 16222. Example: BEPRC HELP PIN 12345678




BEPRC Job Circular 2022



বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, BEPRC Job Circular 2022 pdf download, http://beprc.teletalk.com.bd, eprc

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, BEPRC Job Circular 2022 pdf download, http://beprc.teletalk.com.bd, eprc

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, BEPRC Job Circular 2022 pdf download, http://beprc.teletalk.com.bd, eprc

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল -BEPRC- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, BEPRC Job Circular 2022 pdf download, http://beprc.teletalk.com.bd, eprc






BEPRC Job Circular 2022 pdf




আবেদন করার লিংকঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  http://beprc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে 

আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে  পারবেন।









Post a Comment

Previous Post Next Post