এখন থেকে ঢাবি’র নিয়মিত মাস্টার্সে ভর্তি হতে পারবেন বাইরের শিক্ষার্থীরাও

 

students from outside educational institutions can also take admission in the regular master's program of Dhaka University, এখন থেকে ঢাবি’র নিয়মিত মাস্টার্সে ভর্তি হতে পারবেন বাইরের শিক্ষার্থীরাও, Dhaka University Masters Admission Circular



students from outside educational institutions can also take admission in the regular master's program of Dhaka University:



বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারে। নির্ধারিত শর্তপূরণ এবং ভর্তি পরীক্ষার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।


তিনি বলেন, আগে মাস্টার্স পর্যায়ে কোনো ‘সাইড এন্ট্রি ছিল না। আমাদের ছাত্র একটি স্নাতকোত্তর ডিগ্রী আছে. ভবিষ্যতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে এবং শূন্যআসন অনুযায়ী ভর্তি করতে পারবে।

এক্ষেত্রে নিয়মিত মাস্টার্স কোর্সে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির শর্ত রয়েছে। তিনি আরও বলেন, "জীবনব্যাপী শিক্ষা" এর টেকসই উন্নয়ন লক্ষ্য বিবেচনা করে এই ধরনের ক্ষেত্রে বয়সের বাধাকে সম্মান করা হয় না।


উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রবেশিকা পরীক্ষা ছাড়াই স্নাতক শেষ করে সরাসরি মাস্টার্স প্রোগ্রামে প্রবেশ করতে পারবে। এই সুযোগটি তিন বছরের জন্য। আমরা জানি যে কিছু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারণে মাস্টার প্রোগ্রামে যোগ দিতে অক্ষম। ১০টি আসন ফাঁকা আছে। তারপরে, সেই ১০টি আসন পূরণের জন্য, আমরা বিভাগ এবং গবেষণা ইনস্টিটিউট স্তরে বিজ্ঞাপন দিব, ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ফাঁকা আসনগুলো পূরণ করা হবে। 


Dhaka University Masters Admission Circular

Post a Comment

Previous Post Next Post