ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস-
( ৩২তম বিসিএস)
উত্তর: আরেক ফাল্গুন।
২। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে- (৩৪ তম বিসিএস)
উত্তর: UNESCO.
৩। কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? (৪১ তম বিসিএস)
উত্তর: সিয়েরা লিওন।
৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন- ( ১৩ তম,৪১ তম বিসিএস)
উত্তর: খাজা নাজিম উদ্দিন।
৫। ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার-
( ৪০ তম বিসিএস)
উত্তর: আলতাফ মাহমুদ।
৬। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন-
( ২৪তম,৩৪তম,৩৫তম বিসিএস)
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।
৭। "আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি" এ গানটির প্রথম সুরকার- ( ৩৪ তম বিসিএস)
উত্তর: আব্দুল লতিফ।
৮। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল- ( ৪০ তম বিসিএস)
উত্তর: ৩৫ জন।
৯। ছয় দফা দাবি পেশ করা হয় -
( ৩৬তম, ৪০ তম বিসিএস)
উত্তর: ১৯৬৬ সালে।
১০। ঐতিহাসিক ৬ ছফাকে কিসের সাথে তুলনা করা হয়? ( ৩৭ তম বিসিএস)
উত্তর: ম্যাগনাকার্টা।
১১। ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
( ২২ তম ,৩০ তম বিসিএস)
উত্তর: লাহোর।
১২। 'মুজিবনগর সরকার' কবে গঠিত হয়?
( ৩৪ তম বিসিএস)
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
( ৩৫ তম বিসিএস)
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৪। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? ( ৩৯ তম বিসিএস)
উত্তর: ১০ নং সেক্টর।
১৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
( ১১ তম,১৩ তম,১৯ তম,৩৬ তম বিসিএস)
উত্তর: ১৪ ডিসেম্বর,১৯৭১।
১৬। ১৯৭১ সালে "The Concert for Bangladesh"কোথায় অনুষ্ঠিত হয়?
( ৪২ তম বিসিএস)
উত্তর: নিউইয়র্ক।
১৭। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ( ২৯ তম বিসিএস)
উত্তর: ভুটান।
১৮। সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে "ভেটো" প্রদান করেছিল?
( ৪০ তম বিসিএস)
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
১৯। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
( ১৩ তম,১৮ তম বিসিএস)
উত্তর: সাত জন।
General Knowledge Bangladesh Liberation War & Bengali Language Movement
২০। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ এর নাম-
( ১৭ তম বিসিএস)
উত্তর: ভারত।
২১। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য-
( ২৭ তম,৪০ তম বিসিএস )
উত্তর: ১৩৬ তম সদস্য।
২২। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগী সংস্থার (OIC) সদস্য পদ লাভ করে?
( ২২তম ,২৭ তম বিসিএস)
উত্তর: ১৯৭৪।
২৩। কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ( MBBS: ২০১৮-২০১৯)
উত্তর: ১৯৭৪।
২৪। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে- (৩১ তম বিসিএস)
উত্তর: ১৯৮৮।
২৫। "September on the Jessore Rood" is written by: ( 42nd BCS)
উত্তর: Allen Ginsberg