বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২ (ব্যাচ: এ-২০২৩), Join Bangladesh Navy Circular 2022

 

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৩ (পদ: নাবিক ও এমওডিসি), Join Bangladesh Navy Circular 2023, ব্যাচ এ-২০২৩, Navy Job 2022, joinnavy.navy.mil.bd.



 বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২ (পদ: নাবিক ও এমওডিসি) 

ব্যাচ এ-২০২৩


বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার



প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ আগষ্ট ২০২২
ব্যাচ: এ-২০২৩
পদ: নাবিক ও এমওডিসি (নৌ)
শূন্যপদ সংখ্যা: ৬৯১
চাকরির ধরণ: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
আবেদন মাধ্যমে: অনলাইন
আবেদন ফি: ২০০/- টাকা
অনলাইনে আবেদন শুরু: ১৭ আগষ্ট ২০২২
আবেদনের শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২২
হেল্পলাইন: 01707609017
ই-মেইল: joinnavy@unlocklive.com
অফিসিয়াল ওয়েবসাইট: joinnavy.navy.mil.bd





বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২




শিক্ষাগত যোগ্যতা


শাখা                     শিক্ষাগত যোগ্যতা


ডিই/ইউসি

(কমিউনিকেশন ও টেকনিক্যাল, সিম্যান) ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

মেডিকেল জীব বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে।

পেট্রোলম্যান, রাইটার, স্টোর  ও এমওডিসি (নৌ) যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে।

কুক ও স্টুয়ার্ড যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে।

টোপাস অষ্টম (৮ম) শ্রেনি পাস।

 



শারীরিক যোগ্যতা (ন্যূনতম)


উচ্চতা:



শাখা উচ্চতা 

সিম্যান ৫ ফুট ৬ ইঞ্চি

পেট্রোলম্যান ৫ ফুট ৮ ইঞ্চি

অন্যান্য শাখা ৫ ফুট ৪ ইঞ্চি

এমওডিসি (নৌ) ৫ ফুট ৬ ইঞ্চি

বুকের মাপ:




পুরুষ ৩০ থেকে ৩২ ইঞ্চি

সম্প্রসারণ ২ ইঞ্চি

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।



চোখের দৃষ্টি: ৬/৬



জাতীয়তা: বাংলাদেশী।

সাঁতার: অবশ্যই জানা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে i) নাবিক পদের জন্য বয়স ১৭ – ২০ বছর ii) এবং এমওডিসি পদের জন্য বয়স ১৭ – ২২ বছর হতে হবে।

 








ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্রাদি


শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:



এসএসসি পাশের মূল সনদনপত্র।

শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র।

মূল মার্কশিট।

মূল এডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন কার্ড।

৮ম শ্রেনি পাস প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল হতে প্রাপ্ত সনদপত্র এবং মার্কশিট হলেই হবে।

উল্লেখ্য, এসএসসি পাশকৃত প্রার্থীগণ কোন কারণে মূল কিছু জমা দিতে না পারলে সত্যায়িত ফটোকপি জমা দিলেও চলবে। তবে সত্যায়িত করতে হবে অবশ্যই প্রথম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক।



অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি:


পৌরসভার মেয়ের বা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে প্রাপ্ত চরিত্রিক ও জাতীয়তার সনদপ্রাপ্ত।

জাতীয়র পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন -এর সত্যায়িত ফটোকপি।

বাবার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।

অভিভাবকের সম্মতিপত্র।

পাসপোর্ট সাইজের প্রার্থীর ১৫ কপি, পিতার ০১ কপি ও মাতার ০১ কপি সত্যায়িত রঙিন ছবি।



Join Bangladesh Navy Circular 2022 Batch A-2023



বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৩ (পদ: নাবিক ও এমওডিসি), Join Bangladesh Navy Circular 2023, ব্যাচ এ-২০২৩, Navy Job 2022, joinnavy.navy.mil.bd.




অনলাইন আবেদন ফরম পূরণ:  joinnavy.navy.mil.bd






Post a Comment

Previous Post Next Post