Medical Admission Question Bank 2017

 

মেডিকেল প্রশ্ন সমাধান ২০১৭, MBBS Admission Question  Bank, Medical Admission Question Bank 2017, MBBS Question Bank pdf Download


Medical Entrance Test is a competitive examination among the Bachelor level admission tests. To become a doctor one have to complete MBBS course. And for admission in this MBBS course, one has to participate in the competitive examination. So that your preparation is not reduced in any way, I have shared with you the previous year's medical question solutions. May your dream of studying MBBS course and becoming a successful doctor come true.




মেডিকেল প্রশ্ন সমাধান ২০১৭

Medical Admission Question Bank 2017


 

০১ ) সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি ? কোয়ার্টজ

 

০২ ) জাতীয় ঔষধ নীতির মূল উদ্দেশ্য হলো : অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রসস্তুত বন্ধ করা

 

০৩ ) উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল কোনটি ? কপার

 

০৪ ) নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার ? NaOH .

 

০৫ ) পরাগরেণুর বাইরের পুরু , শক্ত কিউটিনযুক্ত ত্বককে কি বলে ? এক্সাইন

 

০৬ ) মহাকাশে এক সেকেন্ডে দোলকের কম্পাঙ্ক কত ? 0 Hz .

 

০৭ ) Fill in the blank with an appropriate preposition : ' He came ______ a good family . ' of .

 

০৮ ) নিচের কোনটি সেক্সলিংকড ডিসঅর্ডার নয় ? থ্যালাসেমিয়া

 

০৯ ) নিচের কোন দ্রব্যটি , pH = 7.4 দ্রবণে যোগ করলে এর pH মান কমবে ? CH3COOH .

 

১০ ) নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয় ? ইন্টারফেরন

 

১১ ) শ্রেণী কক্ষের শব্দের তীব্রতার লেভেল কত ? 50dB .

 

১২ ) ‘ তুমি কি আজ রাতে আসবে ?’ - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? Will you come tonight ?

 

১৩ ) প্রথম টেষ্টটিউব বেবির নাম কি ? লুইস ব্রাউন

 

১৪ ) নিউট্রন তারকা সংকুচিত হয়ে কী অবস্থা লাভ করে ? কৃষ্ণ গহ্বর

 

১৫ ) ‘ ডাক্তার ডাক বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে - Call in a doctor .

 

১৬ ) মানবদেহের করোটিকাতে কতগুলো অস্থি আছে ? টি

 

১৭ ) ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় ? C3H5N3O9 .

 

১৮ ) Hearing the noise , the boy woke up . Here the word ' hearing ' is a/an - participle .

 

১৯ ) হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায় ? বৃক্কীয় নালিকায়

 

২০ ) স্টোরেজ ব্যাটারীর মাধ্যমে নিচের কোন ভারী ধাতুটি খাদ্য - শৃঙ্খলে প্রবেবশ করে ? Pb .

 

২১ ) All spoke in his favour. Here the word ' All ' is a/an - pronoun.

 

২২ ) মারসুপিয়াল স্তন্যপ্রায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায় ? এশিয়া

 

২৩ ) চামড়া ট্যানিং ব্যবহৃত হয় কোনটি ? Cr2( So4)3

 

২৪ ) বাংলাদেশঢাকা টেস্ট ২০১৭ ’ - অস্টেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে ? ২০ রানে

 

২৫ ) ‘ বিস্কুট ফায়ারিংপ্রক্রিয়া কোনটির উৎপাদনের সাথে জড়িত ? সিরামিক

 

২৬ ) চোখের স্কেলেরার রঙ কী ? সাদা

 

২৭ ) উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির ননাম কি ? Chloroplast .

 

২৮ ) ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক ? রাসায়নিক পদার্থ উদ্ভায়ী হলে

 

২৯ ) 1 মাইল 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত ? 609 m .

 

৩০ ) Choose the correct sentence : All that glitters is not gold .

 

৩১ ) অধিবর্ষ ( Leap year ) ব্যতিত বাংলা বর্ষপঞ্জিতে ৩১দিনের মাস কয়টি ? টি

 

৩২ ) হৃদ-ফুসফুস যন্ত্র ( Heart - Lung machine ) কোন কাজে ব্যবহৃত হয় ? হৃদপিন্ডের বাইপাস সার্জারিতে

 

৩৩ ) “ জেনেটিকক্যালী নিয়ন্ত্রিতকোষমৃত্যুকে কী বলে ? Apoptosis .

 

৩৪ ) ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি ? Cr .

 

৩৫ ) নিচের কোন ভেক্টরের দিক নিদর্দিষ্ট নয় ? শূন্য ভেক্টর

 

৩৬ ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি ? তারামন বিবি সিতারা বেগম

 

৩৭ ) An antonym for ' Smart ' is - Stupid .

 

৩৮ ) নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড নয় ? গ্লাইসিন

 

৩৯ ) পর্যায় সারণীতে d ব্লকের মৌল সংখ্যা কতটি ? 41 টি

 

৪০ ) যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা বা পারমানবিক ওজন একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন , তাদেরকে বলে - আইসোবার

 

৪১ ) Antonym of ' Modern ' is - Ancient .

 

৪২ ) সাফেকটেন্ট কোথায় পাওয়া যায় ? অ্যালভিওলাস

 

৪৩ ) সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে ? 4 × 10 26 .

 

৪৪ ) দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে , তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় , সেটি নিচের কোনটি ? এক্স রশ্মি

 

৪৫ ) বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি ? চীন

 

৪৬ ) নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ ? টিনোফেরা

 

৪৭ ) Water gas এর অপর নাম কী ? Blue gas .

 

৪৮ ) ' A Brief History of Time ' গ্রন্থটির লেখক কে ? স্টিফেন হকিন্স

 

৪৯ ) ‘ কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? I must have the work done .

 

৫০ ) VGF stands for ? Vulnerable Group Feeding .

 

৫১ ) ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি ? সম্মুখ বাহিকা

 

৫২ ) CH4 + H2O ____CO + 3H2 বিক্রিয়ার কোন প্রভাবকটি ব্যবহৃত হয়েছে ? Ni .

 

৫৩ ) মানবদেহে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি ? প্যারাথাইরয়েড

 

৫৪ ) কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে ? -273° C .

 

৫৫ ) Which one is the correct active sentence of the passive form - ' English is spoken all over the world .' People speak English all over the world .

 

৫৬ ) পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি ? ফেসিয়াল স্নায়ু

 

৫৭ ) বেবি পাউডার এন্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয় কোনটি ? বোরিক এসিড

 

৫৮ ) পৃথিবীর বিভব কত ধরা হয় ? 0 V .

 

৫৯ ) ‘ হে বঙ্গ , ভান্ডারে তব বিবিধ রতন ; ---- পর-ধন-লোভে মত্ত , করিনু ভ্রমণ পরদেশে , ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি ’ - এই কবিতাংশের লেখক কে ? মাইকেল মধুসূধন দত্ত

 

৬০ ) নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় ? বীজ

 

৬১ ) কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ? সাধারণ লবণ

 

৬২ ) নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটমানের রোধ বিদ্যুচ্চালক শক্তি নির্ণয় করা যায় ? পোটেনশিওমিটার

 

৬৩ ) Which one is the correct sentence given below ? You , he and I went there .

 

৬৪ ) কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয় ? ডিএনএ রিকম্বিনেন্ট

 

৬৫ ) একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 second 187.5 m পথ অতিক্রম করল , বস্তুটির ত্বরণ কত ? 15 ms-2.

 

৬৬ ) ' তার পেশা কী ? ' বাক্যটির ইংরেজি অনুবাদ হবে - What is he ?

 

৬৭ ) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন ? মহামান্য রাষ্ট্রপতি

 

৬৮ ) নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ? টাইফয়েড জ্বর

 

৬৯ ) নিচের কোন আয়নটি রঙ্গিনযৌগ গঠন করে ? Ni2+.

 

৭০ ) ভরবেগের মাত্রাসমীকরণ কোনটি ? [ MLT-1 ] .

 

৭১ ) Synonyms for ' Courteous ' is - Polite .

 

৭২ ) নিচের কোন ব্যাবটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে ? Clostridium .

 

৭৩ ) 50 kg ভরের একটি বস্তুর ভরবেগ 50kgms-1 হলে এর গতিশক্তি কত হবে ? 25 J .

 

৭৪ ) অগ্নিশৈবাল ( Fire Algae ) নামে পরিচিত নিচের কোনটি ? Pyrrhophyta .

 

৭৫ ) পৃথিবীর কোন অক্ষাংশের অভিকর্ষজ ত্বরণের মানকে আদর্শমান ধরা হয় ? 45° অক্ষাংশে

 

৭৬ ) কোনটি সাইকাস ( Cycas ) উদ্ভিদের বৈশিষ্ট্য ? পক্ষল যৌগিকপত্র বিশিষ্ট

 

৭৭ ) নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি ? F2.

 

৭৮ ) নিচের কোন বাক্যটি সঠিক ? বেরীর উদাহরণ হলো টমেটো

 

৭৯ ) নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান - সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট

 

৮০ ) মানবদেহের ভারসাম্য নিচের কোনটি রক্ষা করে ? অন্তঃকর্ণ

 

৮১ ) ‘ ভাবছি আমি যদি রাজা হতাম !’ - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? I wish I were a king !

 

৮২ ) সাধারণ হাড়ভাঙ্গার অপর নাম কী ? বন্ধ হাড়ভাঙ্গা

 

৮৩ ) কাঁচা চামড়া কিউরিং করার জন্যনিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয় ? NaCl .

 

৮৪ ) ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয় ? Hg2Cl2.

 

৮৫ ) ' The convict appeared _____ the court .' Fill in the blank with appropriate preposition given below . before .

 

৮৬ ) বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটি ? মেলবোর্ন

 

৮৭ ) নিচের কোনটি জারক বিজারক উভয় রুপে কাজ করে ? H2O2.

 

MBBS Admission Question Bank

৮৮ ) দুধ হচ্ছে এক প্রকার - ইমালসন

 

৮৯ ) এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি ? SO2.

 

৯০ ) হাইড্রার খাদ্য কোনটি ? ছোট ঘাস

 

৯১ ) অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায় ? গ্লিসারিন

 

৯২ ) ঢাকার ( ভূ-চুম্বকত্বের ) বিচ্যুতি কোণ কত ? 1 / 2 ° E.

 

৯৩ ) ‘ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে ’ - গানের ককন্ঠশিল্পী কে ? আব্দুল জব্বার

 

৯৪ ) স্ত্রী রুইমাছ ডিমপাড়ে কখন ? জুন - আগষ্ট মাসে

 

৯৫ ) রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয় ? বিউটেন প্রোপেন

 

৯৬ ) কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি ? বেগুনি

 

৯৭ ) নিচের কোন হরমোনটি পাকস্থলির হাইড্রোক্লোরিক এসিঙ নিঃসরণ নিয়ন্ত্রণ করে ? গ্যাস্টিন

 

৯৮ ) মৃদু এসিড সবল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি ? ফেনলফথ্যালিন

 

৯৯ ) নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত ? ট্রান্সফরমার

 

১০০ ) নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে ? লোহিত রক্তকণিকা






Post a Comment

Previous Post Next Post