প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ সহ:
Primary Teacher Job Question Bank 2013 (Dajla)
Primary Question Solution 2013: দাজলা
Bangla
১. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. ঝিলিমিলি
খ. মৃত্যুক্ষুধা
গ. মধুমালা
ঘ. অগ্নি-বীণা
উত্তরঃ খ. মৃত্যুক্ষুধা
২. ”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক
বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবিব
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কবি সুফিয়া কামাল
উত্তরঃ ক. কাজী নজরুল ইসলাম
৩. ”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজ উদ্দিন আহমেদ
খ. রাবেয়া খাতুন
গ. হুমায়ূন আহমেদ
ঘ. আব্দুল্লাহ আল মামুন
উত্তরঃ গ. হুমায়ূন আহমেদ
৪. ”কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. শিখা
খ. অশনি
গ. সূর্য
ঘ. অংশু
উত্তরঃ ঘ. অংশু
৫. ”স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ
কোনটি?
ক. জাগরণ
খ. বিস্মরণ
গ. নির্লিপ্ত
ঘ. উদিত
উত্তরঃ খ. বিস্মরণ
৬. ”কারক” শব্দটির অর্থ?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাস সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তরঃ গ. যা ক্রিয়া সম্পাদন করে
৭. কর্ম কারকের উদাহরণ কোনটি?
ক. তোমাকে সেদিন দেখেছিলাম
খ. তোমাকে আজই যেতে হবে
গ. বাবাকে বড় ভয় করে
ঘ. তোমাকে অনেক কথা শুনতে হবে
উত্তরঃ ঘ. তোমাকে অনেক কথা শুনতে হবে
৮. ”সকলকে মরতে হবে”-বাক্যে ”সকলকে”
শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া
খ. কর্মকারকে দ্বিতীয়া
গ. অপাদানে দ্বিতীয়া
ঘ. অধিকরণে দ্বিতীয়া
উত্তরঃ ক. কর্তৃকারকে দ্বিতীয়া
৯. “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ
কি?
ক. চক্ষুদান করা
খ. সচেতন করা
গ. চুরি করা
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ গ. চুরি করা
১০. কোন বানানটি শুদ্ধ?
ক. পসারিণী
খ. পসারিনি
গ. পসারীনী
ঘ. পসারিনী
উত্তরঃ খ. পসারিনি
১১. কোনটি শুদ্ধ বানান?
ক. একান্নবর্তি
খ. একান্নবর্ত্তি
গ. একান্নবর্তী
ঘ. একান্নবর্ত্তী
উত্তরঃ গ. একান্নবর্তী
১২. ”মধ্যাহ্ন” কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ. কর্মধারয়
১৩. ”নিরামিষ” কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ঘ. অব্যয়ীভাব
১৪. ”সহোদর” কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ ক. বহুব্রীহি
১৫. ”যে ব্যক্তির দুহাত সমান চলে”-
এক কথায় কি হবে?
ক. দোহাতী
খ. সব্যসাচী
গ. দ্বিজ
ঘ. পরভর্তৃকা
উত্তরঃ খ. সব্যসাচী
১৬. ”ইহলোকে যা সামান্য নয়”- এক কথায়
কি হবে?
ক. অনন্যসাধারণ
খ. অনন্যসাধাারণ
গ. অলোকসামান্য
ঘ. আলোকসামান্য
উত্তরঃ গ. অলোকসামান্য
১৭. ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অহ + রহ
খ. অহঃ + রহ
গ. অহ + অহ
ঘ. অহঃ+অহ
উত্তরঃ ঘ. অহঃ+অহ
১৮. ”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নি + রস
খ. নী + রস
গ. নিঃ + রস
ঘ. নীঃ + রস
উত্তরঃ গ. নিঃ + রস
১৯. ”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নৌ + ইক
খ. ন + ইক
গ. নব + ইক
ঘ. নবৌ + ইক
উত্তরঃ ক. নৌ + ইক
২০. ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সদ + আশয়
খ. সদা + শয়
গ. সৎ + আশয়
ঘ. সৎ + শয়
উত্তরঃ গ. সৎ + আশয়
২১. ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জন + এক
খ. জনৈ + এক
গ. জনৈ + ক
ঘ. জন + ক
উত্তরঃ ক. জন + এক
English
Primary Question Solution 2013
২২. কোনটি শুদ্ধ বানান?
ক. CONQUERER
খ. CONQUEROR
গ. CONQUARAR
ঘ. CONQARAR
উত্তরঃ খ. CONQUEROR
২৩. কোনটি শুদ্ধ বানান?
ক. INKANDESCENT
খ. INCANDECENT
গ. INCANDISCENT
ঘ. INCANDESCENT
উত্তরঃ ঘ. INCANDESCENT
২৪. কোন বানানটি শুদ্ধ?
ক. CONOISSEUR
খ. CONNOISEUR
গ. CONNOISSEUR
ঘ. CONNOISSER
উত্তরঃ গ. CONNOISSEUR
২৫. Honesty is the best policy. বাক্যে
“honesty” শব্দটি
ক. Proper noun
খ. Common noun
গ. Collective noun
ঘ. Abstract noun
উত্তরঃ
ঘ. Abstract noun
২৬. This necklace is made by
gold. বাক্যে “gold” শব্দটি
ক. Proper noun
খ. Common noun
গ. Collective noun
ঘ. Material noun
উত্তরঃ ঘ. Material noun
২৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. Ahsan is better today.
খ. He prevented me to go.
গ. I have a lot of furnitures for
sale.
ঘ. The bus service has been
cancelled due to fog.
উত্তরঃ ঘ. Material noun
২৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. Two-thirds of the money are
lost.
খ. I am senior to you by three
years.
গ. Whom do you think I am?
ঘ. He thought that it will rain.
উত্তরঃ খ. I am senior to you by
three years.
২৯. He is envious — my success বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. in
খ. to
গ. of
ঘ. by
উত্তরঃ গ. of
৩০. Anis is good —- cricket বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. in
খ. with
গ. of
ঘ. at
উত্তরঃ ঘ. at
৩১. Ha has lack — money. বাক্যের শূন্যস্থানে
সঠিক শব্দ বসবে-
ক. in
খ. with
গ. of
ঘ. to
উত্তরঃ গ. of
৩২. I objected — his proposal. বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. to
খ. in
গ. with
ঘ. by
উত্তরঃ ক. to
৩৩. Rest is necessity —– me now. বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
ক. in
খ. to
গ. for
ঘ. by
উত্তরঃ গ. for
৩৪. “She fans herself” বাক্যটির
Passive form হবে–
ক. She was fanned by herself.
খ. She is fanned herself.
গ. She is fanned by herself.
ঘ. None of these
উত্তরঃ গ. She is fanned by
herself.
৩৫. “Give the order” বাক্যটির
Passive form হবে–
ক. Let the order to give.
খ. Let the order to given.
গ. Let the order be given.
ঘ. Let the order give.
উত্তরঃ গ. Let the order be given.
৩৬. “They elected him captain” বাক্যটির
Passive form হবে–
ক. He is elected captain by them
খ. He was elected captain by
them.
গ. He elected captain by them.
ঘ. He has been elected captain by
them.
উত্তরঃ খ. He was elected captain
by them.
৩৭. Abul said, “I was busy.” বাক্যটির
indirect speech হবে–
ক. Abul said that I was busy
খ. Abul said that he was busy
গ. Abul said that I had been busy
ঘ. Abul said that he had been
busy
উত্তরঃ ঘ. Abul said that he had
been busy
৩৮. Farida said, “I shall go to
school.” বাক্যটির indirect speech হবে–
ক. Farida said that she would go
to school.
খ. Farida said that she will go
to school.
গ. Farida told that she went to
school.
ঘ. None of these
উত্তরঃ ক. Farida said that she
would go to school.
৩৯. কোনটি “Joyful” শব্দের সমার্থক
শব্দ?
ক. Dull
খ. Cheerful
গ. Depressed
ঘ. Gloomy
উত্তরঃ খ. Cheerful
৪০. কোনটি “Typical” শব্দের সমার্থক
শব্দ ?
ক. Common
খ. Extraordinary
গ. Strange
ঘ. Uncommon
উত্তরঃ ক. Common
Primary Question Solution 2013
Mathematics
৪১. 1+2+3+4+——+19= কত?
ক. 180
খ. 184
গ. 188
ঘ. 190
উত্তরঃ ঘ. 190
৪২. পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর।
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে, পুত্রের বয়স কত?
ক. ৮ বৎসর
খ. ১৫ বৎসর
গ. ১৬ বৎসর
ঘ. ১৭ বৎসর
উত্তরঃ ক. ৮ বৎসর
৪৩. একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি
উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত
রান দিয়েছেন?
ক. ১২
খ. ১৪.৩
গ. ১৫.৫
ঘ. ১৬
উত্তরঃ খ. ১৪.৩
৪৪. পিতা ও দুই পুত্রের বর্তমান গড়
বয়স ২০ বৎসর। ২বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১২ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
ক. ৪০ বৎসর
খ. ৪২ বৎসর
গ. ৪৩ বৎসর
ঘ. ৪৪ বৎসর
উত্তরঃ ক. ৪০ বৎসর
৪৫. এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয়
করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো?
ক. ৩০০ টাকা লাভ
খ. ৩৫০ টাকা লাভ
গ. ৪০০ টাকা লাভ
ঘ. ৪৫০ টাকা লাভ
উত্তরঃ গ. ৪০০ টাকা লাভ
৪৬. একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা
কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায়
৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
ক. ৮৫ কেজি
খ. ৯০ কেজি
গ. ৯৫ কেজি
ঘ. ১০০ কেজি
উত্তরঃ ঘ. ১০০ কেজি
৪৭. একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা
হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
ক. ২৯০০ টাকা
খ. ৩০০০ টাকা
গ. ৩২০০ টাকা
ঘ. ৩৫০০ টাকা
উত্তরঃ খ. ৩০০০ টাকা
৪৮. একটি কাজ ক একা ১০ দিনে খ একা ১৫
দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
ক. ৬ দিনে
খ. ৮ দিনে
গ. ১০ দিনে
ঘ. ১২ দিনে
উত্তরঃ ক. ৬ দিনে
৪৯. কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০
দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন
চললে কত জন সৈন্য এসেছিল?
ক. ১৭০ জন
খ. ১৮০ জন
গ. ১৮৫ জন
ঘ. ১৯০ জন
উত্তরঃ খ. ১৮০ জন
৫০. x-{x- (x+1)} এর মান কত?
ক. x+1
খ. 1
গ. -1
ঘ. x-1
উত্তরঃ ক. x+1
৫১. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের
ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
ক. ২
খ. ৪
গ. ৮
ঘ. ১৬
উত্তরঃ ঘ. ১৬
৫২. ১৪৩ টাকাকে ২ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ
করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
ক. ৩৬ টাকা
খ. ৩৯ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ৪২ টাকা
উত্তরঃ খ. ৩৯ টাকা
৫৩. একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম।
এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?
ক. ৮ গ্রাম
খ. ৬ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৪ গ্রাম
উত্তরঃ ঘ. ৪ গ্রাম
৫৪. x2-y2+2y-1 এর একটি উৎপাদক-
ক. x+y+1
খ. x+y-1
গ. x-y
ঘ. x-y-1
উত্তরঃ খ. x+y-1
৫৫. x2+y2=৮ এবং xy=৭ হলে (x+y)2 এর
মান কত?
ক. ১৪
খ. ১৬
গ. ২২
ঘ. ৩০
উত্তরঃ গ. ২২
৫৬. ১÷৮৯(৫৮+৩৮)= কত?
ক. ১
খ. ১১৮
গ. ৮৯
ঘ. ১৯
উত্তরঃ খ. ১১৮
৫৭. x-{x-(x+1)} এর মান কত?
ক. x+1
খ. 1
গ. -1
ঘ. x-1
উত্তরঃ ক. x+1
General Knowledge
৫৮. লালবাগ কেল্লার আদি নাম-
ক. আওরঙ্গবাদ দুর্গ
খ. আজম দুর্গ
গ. শায়েস্তাখান দুর্গ
ঘ. পরীবিবির দুর্গ
উত্তরঃ ক. আওরঙ্গবাদ দুর্গ
৫৯. ”আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
ক. ঢাকার মালিবাগে
খ. কুমিল্লার ময়নামতিতে
গ. চট্টগ্রামের রাউজানে
ঘ. উপরের কোনো স্থানেই নয়
উত্তরঃ খ. কুমিল্লার ময়নামতিতে
৬০. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন
“জান্নাতাবাদ”?
ক. জাহাঙ্গীর
খ. শাহজাহান
গ. হুমায়ূন
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ গ. হুমায়ূন
৬১. সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
ক. ১৮২৯ সালে
খ. ১৮৩০ সালে
গ. ১৮৩১ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ ক. ১৮২৯ সালে
৬২. বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি
ক. ঢাকা যাদুঘর
খ. বরেন্দ্র যাদুঘর
গ. লালবাগ কেল্লা যাদুঘর
ঘ. আহসান মঞ্জিল যাদুঘর
উত্তরঃ খ. বরেন্দ্র যাদুঘর
৬৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার
কোনটি?
ক. সোমপুর বিহার
খ. শালবন বিহার
গ. সীতাকোট বিহার
ঘ. আনন্দ বিহার
উত্তরঃ গ. সীতাকোট বিহার
৬৪. প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি
করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২৩ ফেব্রুয়ারি
ঘ. ২৪ ফেব্রুয়ারি
উত্তরঃ গ. ২৩ ফেব্রুয়ারি
৬৫. রূপসা নদীর উপর নির্মিত খানজাহান
আলী সেতুর দৈর্ঘ্য কত?
ক. ১৩০০ মিটার
খ. ১৩৬০ মিটার
গ. ১৪০০ মিটার
ঘ. ১৪৬০ মিটার
উত্তরঃ খ. ১৩৬০ মিটার
৬৬. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
ক. রায়মঙ্গল
খ. মাতামুহুরী
গ. পশুর
ঘ. বলেশ্বর
উত্তরঃ ক. রায়মঙ্গল
৬৭. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ
করেছে?
ক. লালমনিরহাট
খ. ভুরুঙ্গামারী
গ. নীলফামারী
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ ঘ. কুড়িগ্রাম
৬৮. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
(বিকেএসপি) কোথায় অবস্থিত?
ক. টঙ্গী
খ. সাভার
গ. গাজীপুর
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ খ. সাভার
৬৯. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক
হয় কোন সালে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ ক. ১৯৯৯
৭০. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর
পর পর?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ গ. ৪ বছর
৭১. উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে
রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়
ক. বায়ুর চাপ বেশি
খ. বায়ুর চাপ কম
গ. অক্সিজেন কম
ঘ. ঠান্ডা বেশি
উত্তরঃ খ. বায়ুর চাপ কম
৭২. একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে
নিলে তার দোলনকাল কত হবে?
ক. অসীম
খ. স্লো হবে
গ. ভূপৃষ্ঠের সমান
ঘ. ভূপৃষ্ঠ থেকে কম
উত্তরঃ ক. অসীম
৭৩. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক. তাপ দ্বারা মোম গলানো
খ. লোহার মরিচা ধরা
গ. পানি চিনিতে দ্রবীভূত হওয়া
ঘ. বরফ গলে পানি হওয়া
উত্তরঃ খ. লোহার মরিচা ধরা
৭৪. কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
ক. টয়লেট সাবান
খ. তরল সাবান
গ. লন্ড্রি সাবান
ঘ. ডিটারজেন্ট
উত্তরঃ ঘ. ডিটারজেন্ট
৭৫. সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
খ. হৃৎপিন্ডের প্রসারণ চাপ
গ. হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ চাপ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
৭৬. কোনটি পানিবাহিত রোগ?
ক. টাইফয়েড
খ. যক্ষ্মা
গ. ইনফ্লুয়েঞ্জা
ঘ. হাম
উত্তরঃ ক. টাইফয়েড
৭৭. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
ক. স্টেথস্কোপ
খ. স্ফিগমোম্যানোমিটার
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ খ. স্ফিগমোম্যানোমিটার
৭৮. ”এভিকালচার” বলতে কি বুঝায়?
ক. উড়োজাহাজ ব্যবস্থাপনা
খ. উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
গ. বাজ পাখি পালন বিষয়াদি
ঘ. পাখিপালন বিষয়াদি
উত্তরঃ ঘ. পাখিপালন বিষয়াদি
৭৯. সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের ঘূর্ণিঝড়
গ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
ঘ. সমুদ্রের পানিতে তাপের তারতম্য
উত্তরঃ ক. বায়ু প্রবাহের প্রভাব
৮০. দিবারাত্রি সংঘটিত হয়-
ক. আহ্নিক গতির জন্য
খ. বার্ষিক গতির জন্য
গ. মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক. আহ্নিক গতির জন্য