Primary Teacher Recruitment 2015 - 3rd Step PDF

 

Primary Teacher Question Bank 2015 - 3rd Step, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ সহ, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন , প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন উত্তর, প্রাইমারী প্রশ্ন সমাধান





প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ সহ:



চাকরিপ্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষক নির্বাচন করা হয়। তাই, আমি আমাদের ওয়েবসাইটের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ সহ পোস্ট করেছি।




Primary Teacher Recruitment 2015 (3rd Step)

 

 

 

বাংলা অংশ

 

. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

 

. বর্ণ

. শব্দ

. অক্ষর

. ধ্বনি

 

উত্তরঃ . ধ্বনি

 

. “He was taken to task”-এর বাংলা হলো-

 

. সে কাজ নিয়েছিল

. তাকে তিরস্কার করা হয়েছিল

. তাকে কাজ দেয়া হয়েছিল

. তাকে কাজের জন্য বলা হয়েছিল

 

উত্তরঃ . তাকে তিরস্কার করা হয়েছিল

 

. কোনটিক্ষুধার্তশব্দের সন্ধি বিচ্ছেদ?

 

. ক্ষুধা + আর্ত

. ক্ষুৎ + ঋর্ত

. ক্ষুধ +আর্ত

. ক্ষুধা + ঋত

 

উত্তরঃ . ক্ষুধা + ঋত

 

. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম

 

. সংগ্রাম

. অসমাপ্ত আত্মজীবনী

. বাংলাদেশ আমি

. আমার জীবনী

 

উত্তরঃ . অসমাপ্ত আত্মজীবনী

 

. নিচের কোন শব্দটি ভুল?

 

. স্বায়ত্তশাসন

. শ্রদ্ধাঞ্জলি

. অভ্যন্তরীণ

. মুহর্মুহূ

 

উত্তরঃ . মুহর্মুহূ

 

. ”শশাঙ্কশব্দের সঠিক অর্থ কোনটি?

 

. চাঁদ

. খরগোস

. সমুদ্র

. সূর্য

 

উত্তরঃ . চাঁদ

 

. ”উত্তম পুরুষউপন্যাসের রচয়িতা কে?

 

. রশীদ করিম

. শওকত ওসমান

. জহির রায়হান

. শহীদুল্লা কায়সার

 

উত্তরঃ . রশীদ করিম

 

. ”আদালতশব্দটি কোন ভাষার শব্দ?

 

. আরবি

. বাংলা

. পর্তুগিজ

. ফারসি

 

উত্তরঃ . আরবি

 

. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?

 

. কর্তায় শূন্য

. অপাদানে ৭মী

. অধিকরণে ৭মী

. করণে ১মা

 

উত্তরঃ . অপাদানে ৭মী

 

১০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

 

. জাহান্নাম হইতে বিদায়

. জননী

. কর্ণফুলী

. সূর্য দীঘল বাড়ি

 

উত্তরঃ . জাহান্নাম হইতে বিদায়

 

১১. তালব্যবর্ণ কোনগুলো?

 

. ,

. ,

. ,

. ,

 

উত্তরঃ . ,

 

১২. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

 

. আভাস

. অজানা

. গরমিল

. বেমালুম

 

উত্তরঃ . অজানা

 

১৩. শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

 

. লাহোর

. দিল্লী

. আগ্রা

. ইয়াংগুন

 

উত্তরঃ . ইয়াংগুন

 

১৪. ”নির্মলশব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

 

. অনির্মল

. পঙ্কিল

. অপরিস্কার

. নোংরা

 

উত্তরঃ . পঙ্কিল

 

১৫. নিচের কোন বানানটি শুদ্ধ?

 

. মূহর্ত

. মুহূর্ত

. মুহুর্ত

. মুহর্ত

 

উত্তরঃ . মুহূর্ত

 

১৬. কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ

 

. কর্মনিষ্ঠ

. কর্মোদ্যমী

. কর্মঠ

. কর্মী

 

উত্তরঃ . কর্মঠ

 

১৭. ”আটকপালেএর অর্থ কোনটি?

 

. জ্ঞানী

. কারারুদ্ধ

. হতভাগ্য

. সৌভাগ্যবান

 

উত্তরঃ . হতভাগ্য

 

১৮. কোনটি বাংলা ধাতু?

 

. কৃ

. মাগ্

. গম্

. কাট্

 

উত্তরঃ . কাট্

 

১৯. ”জায়া পতিসমাস করলে কি হয়?

 

. স্বামী-স্ত্রী

. পতি-পত্নী

. দম্পতি

. জায়া-পতি

 

উত্তরঃ . দম্পতি

 

২০. কোন বানানটি শুদ্ধ?

 

. সুশ্রুষা

. শুশ্রূষা

. সুশ্রুসা

. শুশ্রুষা

 

উত্তরঃ . শুশ্রূষা

 

২১. “The baby is always smiling” এর বাংলা অনুবাদ হলে

 

. শিশুটি সবসময় হাসছে

. শিশুটি সবসময় হাসে

. শিশুটির মুখ হাসিতে ভরা

. শিশুটির মুখে হাসি লেগেই আছে

 

উত্তরঃ . শিশুটির মুখে হাসি লেগেই আছে

 

২২. মৃতের মত অবস্থা যার

 

. মৃতবৎ

. আনমনা

. জীবন্মৃত

. মুমূর্ষ

 

উত্তরঃ . মুমূর্ষ

 

২৩. ”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?

 

. গবে + ষণা

. গো + এষণা

. + এষণা

. গব + এষণা

 

উত্তরঃ . গো + এষণা

 

২৪. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?

 

. নরসিংদী

. নারায়ণগঞ্জ

. মুন্সীগঞ্জ

. দাউদকান্দি

 

উত্তরঃ . নরসিংদী

 

২৫. ”জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি?

 

. স্থাবর

. অরণ্য

. সমুদ্র

. পর্বতই

 

উত্তরঃ . স্থাবর

 

English

 

২৬. Which one is Reflexive pronoun?

 

. each

. myself

. who

. he

 

উত্তরঃ . myself

 

২৭. To read between the lines means–

 

. to read carefully

. to grasp the hidden meaning

. to concentrate

. to suspect

 

উত্তরঃ . to grasp the hidden meaning

 

২৮. Fill in the blank : You should —– swimming.

 

. take up

. take off

. start up

. get off

 

উত্তরঃ . start up

 

২৯. Which one is the correct sentence?

 

. Neither roads are led to the railway station

. Neither of the roads leads to the railway station

. neither of the roads leads to the railway station

. Neither of the roads are leading to the railway station

 

উত্তরঃ . neither of the roads leads to the railway station

 

৩০. Which is adjective?

 

. special

. laugh

. crime

. miser

 

উত্তরঃ . special

 

৩১. “Paradise Lost” Attempted to —

 

. Explain why good and evil are necessary

. Justify the ways of man to God

. Justify the ways of God to man

. Show that the Satan and God have equal power

 

উত্তরঃ . Justify the ways of God to man

 

৩২. “Duchess” is feminine of —-

 

. Earl

. Dramatist

. Dutchman

. Duke

 

উত্তরঃ . Duke

 

৩৩. Choose the correct sentence.

 

. He lives here for five months

. He is living here for five months

. He has been living here for five monts

. He live here for five months

 

উত্তরঃ . He has been living here for five monts

 

৩৪. “Salt of life” stands for—

 

. sorrows of life

. saline water

sodium chloride

. valuable things

 

উত্তরঃ . valuable things

 

৩৫. Which word is not a noun?

 

. Defame

. Indemnity

. Articulation

. Simulation

 

উত্তরঃ . Indemnity

 

৩৬. Which one is correct: He said to me “May you be happy”

 

. He told that I might be happy

. He reported that I might be happy

. He said that I might he happy

. He wished that I might be happy

 

উত্তরঃ . He wished that I might be happy

 

৩৭. Article is used based on—

 

. stress

. spelling

. sound

. pronunciation

 

উত্তরঃ . pronunciation

 

৩৮. Fill in the blank: He had written the book before he —

 

. has retired

. will be retired

. retired

. had retired

 

উত্তরঃ . retired

 

৩৯. Correct passive form of — “I have to do it”—

 

. It has to be done to me

. It has to be done by me

. It is to be done by me

. Let it be done by me

 

উত্তরঃ . It has to be done by me

 

৪০. Choose the correctly spelled word.

 

. Suname

. Sunamee

. Tsunami

. Sunami

 

উত্তরঃ . Tsunami

 

৪১. What is the antonym of hybrid?

 

. simple

. productive

. purebred

. raised

 

উত্তরঃ . purebred

 

৪২. Fill in the blank: The climate is congenial ——- health.

 

. to

. for

. with

. on

 

উত্তরঃ . to

 

৪৩. Choose the correct sentence.

 

. He speakes English like English

. He is speakes the English like English

. He speakes English like the English

. He speakes the English like the English

 

উত্তরঃ . He speakes English like the English

 

গণিত

 

৪৪. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির . সা. গু ৯৬ হলে . সা. গু কত?

 

. ৩২

. ১২

. ১৬

. ২৪

 

উত্তরঃ . ১৬

 

৪৫. শতকরা বার্ষিক ১৫% সুদে ,০০০ টাকায় মাসের সুদ কত?

 

. ৬০০ টাকা

. ৭০০ টাকা

. ৮০০ টাকা

. ৫০০ টাকা

 

উত্তরঃ . ৬০০ টাকা

 

৪৬. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২, শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যা কত?

 

. ৫০

. ৬২

. ৬৪

. ৬০

 

উত্তরঃ . ৬৪

 

৪৭. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?

 

. ২৯ দিনে

. ৩০ দিনে

. ২৭ দিনে

. ২৮ দিনে

 

উত্তরঃ . ৩০ দিনে

 

৪৮. সে. মি., সে. মি. সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত?

 

. সে. মি.

. সে. মি.

. . সে. মি.

. . সে. মি.

 

উত্তরঃ . সে. মি.

 

৪৯. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?

 

. ৪০%

. ২৫%

. ৮০%

. ৭৫%

 

উত্তরঃ . ৭৫%

 

৫০. , এর চতুর্থ সমানুপাতিক কত?

 

. ১২.

. .

. ১৪.

. ১৬.

 

উত্তরঃ . ১২.

 

৫১. a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?

 

. 4

. 5

. 2

. 3

 

উত্তরঃ . 4

 

৫২. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

 

. ১৫%

. ২০%

. ২৫%

. ১০%

 

উত্তরঃ . ২৫%

 

৫৩. হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

 

. ৫০৫০

. ৫০০১

. ৪৯৯৯

. ৫৫০১

 

উত্তরঃ . ৫০৫০

 

৫৪. কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ত্রিভুজের কি বলা হয়?

 

. সমদ্বিখণ্ডক

. অভিভুজ

. লম্ব

. মধ্যমা

 

উত্তরঃ . মধ্যমা

 

৫৫. যদি x+2y=4 এবং xy=2 হয়, তবে x= কত?

 

.

.

. ১২

.

 

উত্তরঃ .

 

৫৬. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

 

. ১৮০ মিটার

. ২০০ মিটার

. ২২০ মিটার

. ১৬০ মিটার

 

উত্তরঃ . ১৮০ মিটার

 




৫৭. . এর বর্গমূল কত?

 

. .২৫

. কোনোটিই নয়

. .

. .০১

 

উত্তরঃ . কোনোটিই নয়

 

৫৮. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে .% লাভ হবে?

 

. ৫১২.৫০

. ৫১৭.৫০

. ৫১৫.৫০

. ৫১০.০০

 

উত্তরঃ . ৫১৭.৫০

 

৫৯. কোন আসল বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

 

. %

. %

. %

. %

 

উত্তরঃ . %

 

৬০. -এর টাকা -এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। -এর কত টাকা আছে?

 

. ২০ টাকা

. ১৫ টাকা

. ১০ টাকা

. ৩০ টাকা

 

উত্তরঃ . ১০ টাকা

 

৬১. a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c কত?

 

. 4 : 7 : 5

. 4 : 7 : 6

. 20 : 35 : 42

. 20 : 44 : 35

 

উত্তরঃ . 20 : 35 : 42

 

৬২. ঘণ্টা ২০ মিনিট ঘণ্টার কত অংশ?

 

. / অংশ

. / অংশ

. / অংশ

. / অংশ

 

উত্তরঃ . / অংশ

 

৬৩. থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে নম্বর শ্রেণিটি নিচের কোনটি হবে?

 

. ৮১-৯০

. ৮০-৯০

. ৮৯-৯৯

. ৮০-৯১

 

উত্তরঃ . ৮১-৯০

 

General Knowledge

 

৬৪. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?

 

. সৌদিআরব

. লেবানন

. ইরাক

. ইরান

 

উত্তরঃ . ইরাক

 

৬৫. ইতিহাসের জনক বা পিতা কে?

 

. হেরোডোটাস

. এরিস্টটল

. টয়েনবি

. যুসিডাইজিস

 

উত্তরঃ . হেরোডোটাস

 

৬৬. ”সবুজ গ্রহবলা হয় কাকে?

 

. মঙ্গল

. ইউরেনাস

. বুধ

. পৃথিবী

 

উত্তরঃ . ইউরেনাস

 

৬৭. ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনোইউরোগ্রহণ করেনি?

 

. জার্মানি

. অস্ট্রিয়া

. ইংল্যান্ড

. ফ্রান্স

 

উত্তরঃ . ইংল্যান্ড

 

৬৮. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?

 

. কী বোর্ড

. মনিটর

. বারকোড

. ওএমআর

 

উত্তরঃ . মনিটর

 

৬৯. CNG-এর অর্থ

 

. কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল

. সীমামুক্ত পেট্রোল

. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব

 

উত্তরঃ . কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

 

৭০. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

 

. প্রফেসর আব্দুস সালাম

. ইয়াসির আরাফাত

. নাগীব মাহফুজ

. আনোয়ার সাদাত

 

উত্তরঃ . আনোয়ার সাদাত

 

৭১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

 

. ৬৭৬ জন

. ৬৮ জন

. ১৭৫ জন

. ৪২৬ জন

 

উত্তরঃ . ৬৭৬ জন

 

৭২. ”হ্যারি পটারকি

 

. একটি শিশুতোষ বই

. একজাতীয় গুচ্ছবোমা

. এক ধরনের খেলনা

এক জাতীয় ধাতব পাত্র

 

উত্তরঃ . একটি শিশুতোষ বই

 

৭৩. সুইডেন এর মুদ্রার নাম কি?

 

. পাউন্ট

. ডলার

. ক্রোনা

. গিলো

 

উত্তরঃ . ক্রোনা

 

৭৪. SIM নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?

 

. Simple Identity Module

. Subscriber Identity Module

. Simple Identification Module

. Subscriber Identification Module

 

উত্তরঃ . Subscriber Identity Module

 

৭৫. ”গ্রীনল্যান্ডএর মালিকানা কোন দেশের?

 

. ডেনমার্ক

. ইংল্যান্ড

. সুইডেন

. নেদারল্যান্ড

 

উত্তরঃ . ডেনমার্ক

 

৭৬. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

 

. ফ্লোরিডা

. পা

. জিব্রাল্টার

. বেরিং

 

উত্তরঃ . বেরিং

 

৭৭. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?

 

. উবন্টু

. এমএস ওয়ার্ড

. ওরাকল

. এমএস উইন্ডোজ

 

উত্তরঃ . এমএস উইন্ডোজ

 

৭৮. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে?

 

. ১১৫

. ১২০

. ১১০

. ১১৭

 

উত্তরঃ . ১১৭

 

৭৯. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?

 

. ১০ এপ্রিল ১৯৭১

. ১৭ এপ্রিল ১৯৭১

. মার্চ ১৯৭১

. ২৬ মার্চ ১৯৭১

 

উত্তরঃ . ১৭ এপ্রিল ১৯৭১

 

৮০. নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো

 

. পারমাণবিক জ্বালানি

. পীট কয়লা

. ফুয়েল সেল

. সূর্য

 

উত্তরঃ . সূর্য



Primary Teacher Recruitment 2015 - 3rd Step PDF



Post a Comment

Previous Post Next Post