জাতিসংঘ নিয়ে সকল প্রশ্ন ও উত্তর - Questions and answers about the United Nations

জাতিসংঘ নিয়ে সকল প্রশ্ন ও উত্তর - Questions and answers about the United Nations, জাতিসংঘ নিয়ে প্রশ্ন এবং উত্তর, জাতিসংঘ নিয়ে প্রশ্ন

 



জাতিসংঘ নিয়ে প্রশ্ন এবং উত্তর

 

 

যেকোন নিয়োগ পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাতিসংঘ নিয়ে প্রশ্ন এসে থাকে। তাই জাতিসংঘ নিয়ে যে সকল খুঁটিনাটি তথ্য এবং প্রশ্ন আছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য সে সকল প্রশ্নের উত্তর আমাদের জানা উচিত।

 

Questions and answers about the United Nations

 

 

১।জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৫ সালে।

. জাতিসংঘ প্রতিষ্ঠিতার সময় কতটি রাষ্ট্র সনদে সাক্ষর করেন?

উত্তর: ৫১ টি

. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

উত্তর: নিউইয়ার্ক সিটি

.জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

উত্তর: টি

. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কি কি?

উত্তর:চীনা,আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, স্পেনীয়

. জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি?

উত্তর: ১৯৩ টি

. জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি?

উত্তর: টি

. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

উত্তর: অ্যান্টোনিও গুতারেস

. জাতিসংঘের বর্তমান উপ-মহাসচিবের নাম কি?

উত্তর: আমিনা জে. মোহাম্মেদ

১০. জাতিসংঘের বর্তমান সাধারণ পরিষদ সভাপতির নাম কি?

উত্তর: তিজ্জানী-মুহাম্মদ-বান্দে

১১. জাতিসংঘের বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতির নাম কি?

উত্তর: ড্যাং ডিন্ কুই

১২. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়টি স্থায়ী সদস্য দেশ আছে?

উত্তর: টি

১৩. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া গণচীন

১৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়টি অস্থায়ী সদস্য দেশ আছে?

উত্তর: ১০ টি

১৫. অ্যান্টোনিও গুতারেস কবে জাতিসংঘে মহাসচিব হন?

উত্তর: ২০১৭ সালের ১লা জানুয়ারি

১৬. অ্যান্টোনিও গুতারেস কোন দেশের নাগরিক?

উত্তর: পর্তুগাল

১৭. জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

উত্তর: দক্ষিণ সুদান

১৮. দক্ষিণ সুদান কবে জাতিসংঘে যোগদান করে?

উত্তর: ২০১১ সালের ১৪ জুলাই

১৯. দক্ষিণ সুদান কততম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে?

উত্তর: ১৯৩তম

জাতিসংঘ বিষয়ক প্রশ্ন উত্তর

২০. জাতিসংঘের সচিবালয়ে কয়টি ভাষা ব্যাবহার হয়?

উত্তর: টি

২১. জাতিসংঘের সচিবালয়ে ব্যাবহারিত ভাষা টি কি কি?

উত্তর: ইংরেজি ফরাসি

২২. জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি?

উত্তর: ট্রিগভেলি

২৩. মহাসচিব এর মেয়াদ কয় বছর?

উত্তর: বছর

২৪. জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিবের নাম কি?

উত্তর: কফি আনান

২৫. ট্রিগভেলি কোন দেশের নাগরিক?

উত্তর: নরওয়ে



২৬. কফি আনান কোন দেশের নাগরিক?

উত্তর: ঘানা

২৭. জাতিসংঘ সদরদপ্তর ভবনটি কত একর জায়গায় অবস্থিত?

উত্তর: ১৬ একর

২৮. জাতিসংঘ সদরদপ্তর ভবনটি নির্মান সম্পূর্ণ হয় কত সালে?

উত্তর: ১৯৫০ সালে

২৯. জাতিসংঘ সদরদপ্তর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: ইস্ট নদী

৩০. জাতিসংঘ সদরদপ্তরের জমি কেনার জন্য কে টাকা ব্যায় করেন?

উত্তর: জন ডি রকফেলার জুনিয়র

৩১. জাতিসংঘ সদরদপ্তরের জমি কেনার জন্য কত টাকা ব্যায় হয় ?

উত্তর: . মিলিয়ন

৩২. জাতিসংঘ সদরদপ্তর উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ১৯৫১ সালের ৯ই জানুয়ারি

৩৩. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোগতা কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট

৩৪. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

উত্তর: জানুয়ারি, ১৯৪২

৩৫. জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট

৩৬. জাতিসংঘ সদরদপ্তরে স্থপতি কে?

উত্তর: ডব্লিউ হ্যারিসন

৩৭. জাতিসংঘ সনদের রচিয়তা কে?

উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ

৩৮. জাতিসংঘ দিবস কবে?

উত্তর: ২৪ শে অক্টোবর

৩৯. নিরাপত্তা পরিষধের মোট সদস্য কয়টি?

উত্তর: ১৫ টি

৪০. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে

৪১. কত তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর: ১৩৬ তম

৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘের সাধারন পরিষধে বক্তৃতা দেন?

উত্তর: ১৯৭৪ সালে

৪৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষধে বক্তৃতা দেন কোন ভাষায়?

উত্তর: বাংলা ভাষায়

৪৪. জাতিসংঘের কত জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?

উত্তর: জন

৪৫. জাতিসংঘের জন মহাসচিব কত বার বাংলাদেশ সফর করেছেন?

উত্তর: বার

৪৬. জাতিসংঘের ৪১ তম অধিবেশনে বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। তার নাম কি?

উত্তর: হুমায়ন রশীদ চৌধুরী

৪৭. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের কত বছরের বিরোধ নিস্পত্তি হয়?

উত্তর: ৩৮ বছরের

৪৮. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের বিরোধ নিস্পত্তি হয় কত সালে?

উত্তর: ২০১২ সালে

৪৯. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের বিরোধ নিস্পত্তি হওয়ার পর বাংলাদেশ কতটুকু সমুদ্র এলাকা পেয়েছে?

উত্তর: ১৯ হাজার

৫০. কে বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে?

উত্তর: WHO

৫১. WHO বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে কবে?

উত্তর: ২০১৪ সালে

৫২.কত সালে বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে?

উত্তর: ১৯৮৮ সাল থেকে

৫৩.বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কতটি দেশে কাজ করছে?

উত্তর: ১১ টি

৫৪. জাতিসংঘের জনক কে ছিলেন?

উত্তর: উড্রো উইলশন


 

Post a Comment

Previous Post Next Post