National University Masters Admission Circular 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ০৫-০৯-২০২২ ইং তারিখে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি শুরু হবে। অনলাইনে প্রাথমিক ভাবে আবেদন এবং আবেদন কপি সংগ্রহ করার সময় ০৫-০৯-২০২২ ইং থেকে ২০-০৯-২০২২ ইং পর্যন্ত। নিচে বিস্তারিত যোগ্যতা উল্লেখ করা হলো। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য হয়ে থাকেন তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। সেই সাথে আপনার পরিচিত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি অনলাইনে প্রাথমিক আবেদন করতে যা যা লাগবেঃ
✅অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
✅এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ( অনলাইন আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ ১২০X১৫০ Pixel)
✅সচল মোবাইল নম্বর।
✅প্রাথমিক আবেদন ফি।
✅দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।( হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হবে। নিচে পিডিএফ কপি দেওয়া আছে সংগ্রহ করুন)।
NU Masters Admission 2022:
আবেদন এর সময়সীমা: ০৫-০৯-২০২২ ইং বিকাল ৪.০০ টা থেকে ২০-০৯-২০২২ ইং
রাত ১২.০০ টা পর্যন্ত।
NU Masters Regular Admission 2022
মাস্টার্স ভর্তি অঙ্গীকারনামা, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা, মাস্টার্স ভর্তির অঙ্গীকারনামা ডাউনলোড, Masters Admission Ongikarnama 2022.
প্রাথমিক ভাবে যেকোন ১টি কলেজে আবেদন করতে পারবেন। প্রথম বার না আসলে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যে কলেজ থেকে অনার্স সম্পূর্ণ করেছেন সে কলেজে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে ।
অনলাইনে আবেদন: http://app1.nu.edu.bd/
ফলাফলঃ NU Masters Admission Result 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট http://app1.nu.edu.bd/ এ নির্ধারিত সময়ে প্রকাশিত হবে। ওয়েবসাইটে নির্ধারিত সময় লগইন করে ফলাফল জানতে পারবেন। অথবা এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
NU Masters Admission Result 2022 এসএমএস এর মাধ্যমে জানতে এসএমএস করুন:
nu<space>mtmf<space>roll no
Send করুন 16222 এই নম্বরে