আকর্ষনীয় বেতনে চাকরি দিচ্ছে বিজিবি

 

বর্ডার গার্ড বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ‘তে  ৩৬টি ক্যাটাগরির পদে মোট ৩০৩ জন কে নিয়োগ দিবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে টেলিটক সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে।BGB Job Circular 2022 এ আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। আপনি যদি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হন তবে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে আবেদন করার  জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ হয়ে থাকে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ৩১-০৩-২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদানুযায়ী চাওয়া হয়েছে। Border Guard Bangladesh Job Circular 2022 আবেদন করার যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। যোগ্যতা সম্পূর্ন প্রার্থী হলে এখনই আবেদন করুন এবং পরিচিত সরকারি চাকুরি প্রত্যাশিদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।

 

 

শূন্যপদ সম্পর্কিত তথ্য
BGB Civilian Job Circular 2022

 

প্রতিষ্ঠানের নাম

বর্ডার গার্ড বাংলাদেশ

চাকুরির ধরন

সরকারি চাকরি

ক্যাটাগরি

৩৬ টি

পদ সংখ্যা

৩০৩ টি

প্রার্থীর ধরন

নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

বিস্তারিত দেখুন

আবেদন করার বয়স

 ৩১-৩-২০২৩ তারিখে ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)

বেতন

সরকারি বেতন স্কেল অনুযায়ী।

আবেদন করার মাধ্যম

SMS

আবেদন শুরুর সময়

২৬/১১/২০২২ তারিখ সকাল ১০:০০ টা

আবেদন করার শেষ সময়

০৭/১২/২০২২ তারিখ বিকাল :০০ টা

অফিশিয়াল ওয়েবসাইট

http://bgb.gov.bd

আবেদন ফি

নিচে দেখুন

আবেদন করার লিংক

নিচে দেখুন

 

 

 বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি: পদের নাম ও পদ সংখ্যা


১.পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

২.পদের নাম: অফিস সহকারী (পুরুষ)

পদ সংখ্যা: ১৯ টি।

 

৩.পদের নাম: মিডওয়াইফ (মহিলা)

পদ সংখ্যা: ০৪ টি।

 

৪.পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)

পদ সংখ্যা: ০৯ টি।

 

৫.পদের নাম: গ্রীজার (পুরুষ)

পদ সংখ্যা: ০৬ টি।

 

৬.পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩ (পুরুষ)

পদ সংখ্যা: ০৯ টি।

 

৭.পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)

পদ সংখ্যা: ২৭ টি।

 

৮.পদের নাম: সহকারী কিউরেটর (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

৯.পদের নাম: ড্রাফটম্যান (পুরুষ)

পদ সংখ্যা: ১৭ টি।

 

১০.পদের নাম: বয়লার অপারেটর (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

১১.পদের নাম: এসি মেকানিক (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

১২.পদের নাম: সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)

পদ সংখ্যা:০১ টি।

 

 ১৩.পদের নাম: সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ)

 পদ সংখ্যা: ০১ টি।

 

১৪.পদের নাম: সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

১৫.পদের নাম: ইলেক্ট্রিশিয়ান (পুরুষ)

পদ সংখ্যা: ৬৪ টি।

 

১৬.পদের নাম: কম্পাউন্ডার কাম ড্রেসার

পদ সংখ্যা: ০১ টি।

 

১৭.পদের নাম: ক্যাটালগার (পুরুষ)

পদ সংখ্যা: ০২ টি।

 

১৮.পদের নাম: ইলেক্ট্রো মেডিক্যাল টেকনিশিয়ান (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

১৯.পদের নাম: যানবাহন চালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)

পদ সংখ্যা: ০৪ টি।

 

২০.পদের নাম: যানবাহন চালক (ল্যান্স নায়েক সমমান) (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

২১.পদের নাম: যানবাহন চালক (সিপাহী সমমান ) (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

২২.পদের নাম: জলযান মেকানিক/ ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)

পদ সংখ্যা: ০২ টি।

 

২৩.পদের নাম: সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

২৪.পদের নাম: ইউএসএম (পুরুষ)

পদ সংখ্যা: ০৫ টি।

 

২৫.পদের নাম: ওয়েল্ডার (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

২৬.পদের নাম: টেইলর (পুরুষ)

পদ সংখ্যা: ০২ টি।

 

৭.পদের নাম: পেইন্টার (পুরুষ)

পদ সংখ্যা: ০২ টি।

 

২৮.পদের নাম: কার্পেন্টার (পুরুষ)

পদ সংখ্যা: ০৩ টি।

 

২৯.পদের নাম: প্লাম্বার (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

৩০.পদের নাম: ফিটার গ্যাস (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

৩১.পদের নাম: বুটমেকার (পুরুষ)

পদ সংখ্যা: ০৫ টি।

 

৩২.পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)

পদ সংখ্যা: ০৬ টি।

 

৩৩.পদের নাম: ওয়ার্ড বয় (পুরুষ)

পদ সংখ্যা: ০১ টি।

 

৩৪.পদের নাম:  বাবুর্চি (পুরুষ)

পদ সংখ্যা: ৬৩ টি।

 

৩৫.পদের নাম: মালী (পুরুষ)

পদ সংখ্যা: ১০ টি।

 

৩৬.পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)

পদ সংখ্যা: ১৬ টি।

 

See BGB Job Circular 2022 Pdf


 

 

 

আবেদন করার পদ্ধতি:

প্রথমে এসএমএস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে ।  এর পর প্রার্থীরা অনলাইনে  http://bgb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে  যথাযথ ভাবে হাতে লিখে পূরণ করে বাকি কাগজপত্র সহ নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত থাকবেন। পরীক্ষার সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।






Post a Comment

Previous Post Next Post