এক কথায় প্রকাশ: নারী নিয়ে যত এক কথায় প্রকাশ

নারী নিয়ে যত এক কথায় প্রকাশ, সরকারি চাকরি পরীক্ষা সহ যে কোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহ প্রতিযোগীতা মূলক পরীক্ষা এক কথায় প্রকাশ এসে থাকে, ek kothay




নিচে কিছু  এক কথায় প্রকাশ তুলে ধরা হলো। সরকারি চাকরি পরীক্ষা সহ যে কোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহ প্রতিযোগীতা মূলক পরীক্ষা এক কথায় প্রকাশ এসে থাকে। বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় রয়েছে চমৎকার এক কথায় প্রকাশ। তেমনি ভাবে নারী নিয়ে রয়েছে কিছু এক কথায় প্রকাশ। যা নিচে উল্লেখ করা হলো। নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটটি।


নারী নিয়ে যত এক কথায় প্রকাশ

 

যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।

যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।

যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।

যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।

যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।

যে নারীর স্বামী পুত্র মৃত = অবীরা।

যে নারীর স্বামী পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।

যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।

যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।

যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।

Ek kothay prokash

যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।

নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।

যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।

যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

যে নারী অতি উজ্জ্বল ফর্সা = মহাশ্বেতা

যে নারী আনন্দ দান করে = বিনোদিনী

যে নারী কহলপ্রিয় = খাণ্ডানী

যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা

যে নারী বীর = বীরাঙ্গনা

যে নারী বার (সমূহ) গামিনী = বারাঙ্গনা

যে নারী সুন্দরী = রামা

যে নারীর বিয়ে হয়েছে = উঢ়া

Post a Comment

Previous Post Next Post