খুব কম লোকজন পাওয়া যাবে আমাদের
দেশে যাদের এনআইডি বা ভোটার (NID Card / Voter Id Card) কার্ডে কোন প্রকার ভুল নেই।
প্রায় সবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় এনআইডি কার্ডে ছোট-বড় নানা প্রকার ভুল রয়েছে।
এসব ভুল সংশোধন (NID Correction) করতে গিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। আমাদের এনআইডি
কার্ডের ভুল গুলোর মধ্যে রয়েছে নাম ভুল, পিতার নাম ভুল, মাতার নাম ভুল, ঠিকানা ভুল,
জন্ম তারিখ ভুল ইত্যাদি। এছাড়াও রয়েছে ভোটার কার্ডের স্বাক্ষরে সমস্যা (Nid card
signature change) অথবা ছবি নিয়ে সমস্যা। ভোটার কার্ডের স্বাক্ষর ছোট হওয়ার (Nid
card signature problem) কারণে ব্যাংক সহ আরো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কে সমস্যায় পড়তে
হয়।
এনআইডি কার্ড সংশোধন করার দুটি প্রক্রিয়া রয়েছে:
১. এনআইডি কার্ড অনলাইনে সংশোধন (NID CARD ONLINE CORRECTION)
২. এনআইডি কার্ড অফলাইনে বা
অফিসে গিয়ে সংশোধন
(NID CARD OFFLINE CORRECTION)
অনলাইনে এনআইডি সংশোধন করতে
হলে প্রথমে আমাদের কে এনআইডি পোর্টালে আগে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অপর
দিকে অফিসে গিয়ে এনআইডি সংশোধন করতে হলে, নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। প্রতিটি ভুলের
জন্য রয়েছে আলাদা আবেদন। আজকে আমারা প্রতিটি আবেদন এর জন্য আলাদা আলাদা প্রক্রিয়া তুলে
ধরার চেষ্টা করব।
-অনলাইনে ভোটার আইডি সংশোধনকরতে কিকি লাগে?
-ভোটার আইডি কার্ডের ঠিকানাপরিবর্তন করুন
- নাম সংশোধন
-পিতা-মাতার নাম সংশোধন
-জন্ম তারিখ সংশোধন
-হারানো ভোটার কার্ড উত্তোলন/ডাউনলোড