Chittagong Dry Dock Limited Job Circular 2022

 

চিটাগাং ড্রাই ডক লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চিটাগাং ড্রাই ডক লিমিটেড কর্তৃক প্রকাশিত সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ‘তে  ১টি ক্যাটাগরির পদে মোট ১ জন কে নিয়োগ দিবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে টেলিটক সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। CDDL Job Circular 2022 এ আবেদন করার লিংক নিচে দেওয়া আছে। আপনি যদি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হন তবে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে আবেদন করার  জন্য বয়স সাধারণত ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ হয়ে থাকে। চিটাগাং ড্রাই ডক লিমিটেড কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ২০-১২-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং কোটায় আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদানুযায়ী চাওয়া হয়েছে। Chittagong Dry Dock Limited Job Circular 2022 আবেদন করার যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। যোগ্যতা সম্পূর্ন প্রার্থী হলে এখনই আবেদন করুন এবং পরিচিত সরকারি চাকুরি প্রত্যাশিদের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।

 

 
শূন্যপদ সম্পর্কিত তথ্য
Chittagong Dry Dock Limited job circular 2022


প্রতিষ্ঠানের নাম                        চিটাগাং ড্রাই ডক লিমিটেড

চাকুরির ধরন                           সরকারি চাকরি

ক্যাটাগরি                                 ১ টি

পদ সংখ্যা                                ১ টি

প্রার্থীর ধরন                              নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা                     বিস্তারিত দেখুন

আবেদন করার বয়স                ১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)

বেতন                                                 সরকারি বেতন স্কেল অনুযায়ী।

আবেদন করার মাধ্যম              অনলাইন/ডাকযোগে

আবেদন শুরুর সময়               ০১৪/১১/২০২২ তারিখ সকাল ১০:০০ টা

আবেদন করার শেষ সময়       ২০/১২/২০২২ তারিখ বিকাল ৫:০০ টা

অফিশিয়াল ওয়েবসাইট            http://cddl .gov.bd

আবেদন ফি                              নিচে দেখুন

আবেদন করার                         লিংক নিচে দেখুন

 

 

চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি: পদের নাম ও পদ সংখ্যা

 

১.পদের নাম: সহকারী চিকিৎসা কর্মকর্তা

পদ সংখ্যা: ০১ টি।

 

 

 

 

See CDDL Job Circular 2022 Pdf

 


 

আবেদন করার লিংকঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  http://cddl.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র 

ডাউনলোড করে  ডাকযোগে আবেদন করতে পারবেন।

 

অথবা

প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online এর মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে।


Post a Comment

Previous Post Next Post