নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর GK PDF

এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।  বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্ন। GK PDF



এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।  বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্ন। সরকারি চাকরির সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন এসে থাকে। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর তুলে ধরা হলো হলো। 





কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন

১। বাংলার শেষ স্বাধীন নবাব কে?

উত্তরঃ সিরাজউদ্দলা

২। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে হয়?

উত্তরঃ ১৬০০ সালে

৩। সতিদাহ প্রথা বিলোপ করেন কে?

উত্তরঃ লর্ড বেন টিক

৪। সতিদাহ প্রথা বিলোপ হয় কত সালে?

উত্তরঃ ১৮২৯ সালে

৫। সিপাহী বিপ্লব হয় কত সালে?

উত্তরঃ ১৮৫৭ সালে

৬।অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ হোসেন শহীদ শোহারা ওয়ারদি

৭।বাংলার ফরাজি আন্দোলনের প্রবক্তা-

উত্তরঃ হাজী শরিয়তুল্লাহ

৮। সতিদাহ প্রথা কবে রহিত হয় ?

উত্তরঃ ১৮২৯

৯।মুসলিম লীগ হয়-

উত্তরঃ ১৯০৬

১০। রাষ্ট্র ভাষা আন্দোলনে কোন সংস্থা  পালন করে-

উত্তরঃ তমুদ্দুন মজলিস

১১।সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়-

উত্তরঃ ১৯৪৮ সালে ২ মার্চ

১২। ভাষা আন্দলন এর প্রথম শহিদ হন –

উত্তরঃ রফিকউদ্দিন আহমেদ

১৩। ভাষা আন্দোলনের সুত্রপাত হয়-

উত্তরঃ ১৯৪৮

১৪। ১৯৪৯ সালে শেখ মুজিব আন্দোলনে যুক্ত থাকার জন্য কত বার আটক হয়?

উত্তরঃ ২ বার

১৫। ১৯৪৮ সালে ভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তরঃ ১১ মার্চ

১৬।‘ Let There Be Right ‘ কার লেখা?

উত্তরঃ জহির রায়হান

১৭।“কবর” সাহিত্য কার লেখা?

উত্তরঃ মুনির চুধুরি

১৮। বাংলাদেশের সব থেকে বড় শহীদ মিনার এর উচ্চতা কত?

উত্তরঃ ৭১ ফুট

১৯।অমর একুশে এর স্থপতি কে?

উত্তরঃ জাহানারা পারভিন

২০। কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

উত্তরঃ হামিদুর রাহমান

 

২১। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকত এর ডাক নাম কি ?

উত্তরঃ আবাই

২২। কত সালে আন্তর্জাতিক মা ভাষা দিবস পালন হয়?

উত্তরঃ ২০০০

২৩। যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?

উত্তরঃ ১৯৫৩ সালে ৪ ডিসেম্বর

২৪। যুক্তফ্রন্ট এর সরকার কত দিন ক্ষমতায় ছিল?

উত্তরঃ ৫৬ দিন

২৫। বঙ্গবন্ধু উপাধি কে প্রদান করে?

উত্তরঃ তফায়েল আহমেদ

Job Preparation

২৬। ঐতিহাসিক ৬ দফা  দিবস কবে?

উত্তরঃ ৭ জুন

২৭। মতিউর রহমান এর শিশু পার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ বঙ্গভবনের সামনে

২৮। প্রথম শহীদ বুদ্ধিজীবী কে?

উত্তরঃ ডঃ শাসুজ্জুহা

২৯। শহিদ আসাদ দিবস  কবে?

উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৬৯

৩০। আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে কবে ইস্তিফা দেন?

উত্তরঃ ২৫ মার্চ ১৯৬৯ সাল


Bangladesh and Global Studies MCQ PDF






Post a Comment

Previous Post Next Post