গুগল এডসেন্স থেকে ইনকাম (Earn Money From Google AdSense)

গুগল এডসেন্স কি  (What is Google AdSense) ?এটি কিভাবে কাজ করে  (How does google Adsense work) ? গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

 



গুগল এডসেন্স কি ? কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় ? (Google AdSense in Bengali)

আমরা সবাই গুগল এডসেন্স (Google AdSense) এর নাম শুনেছি এবং অনেকের হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন যে, Blogging বা YouTube channel তৈরি করে এডসেন্সের মাধ্যমে লোকেরা অনেক টাকা আয় করছেন। আমাদের যদি ওয়েব সাইট/ব্লগ সাইট (Website) অথবা ইউটিউব (Youtube) চ্যানেল থেকে থাকে আমরা কিছু পদ্ধতি অনুসরণ করে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারব। অনলাইন থেকে ইনকাম করার জন্য গুগল এডসেন্স মূল ভূমিকা পালন করে। আজকের আলোচনার বিষয় গুগল এডসেন্স কি  (What is Google AdSense) ?এটি কিভাবে কাজ করে  (How does google Adsense work) ? গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় (How to make money from google Adsense).

 

 

গুগল এডসেন্স কি  (What is Google AdSense):

গুগল এডসেন্স হলো গুগল এর একটি সার্ভিস। ওয়েব সাইট, ইউটিউব চ্যানেল পাবলিসারদের জন্য ইনকাম করার একটি বিশ্বস্ত মাধ্যম। আমরা বিভিন্ন ব্লগ সাইট বা ইউটিউব ভিডিওদে এ্যাড দেখে থাকি এগুলো গুগল এডসেন্স এর মাধ্যমে দেওয়া হয়। গুগল এডসেন্স এর মাধ্যমে এডভার্টাইজার তাদের পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়ে থাকে অপর দিকে পবলিসার (Publishers) বা যারা ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেল এর ওনার তারা এডভার্টাইজারদের বিজ্ঞাপন তাদের সাইট বা চ্যানেলে প্রর্দশন করে থাকে। বিনিময়ে এডভার্টাইজাররা তাদের বিজ্ঞাপন এর জন্য যে পেমেন্ট দিয়েছে তার 45% গুগল কেটে রাখে এবং বাকি 55% পাবলিসারদের দিয়ে দেয়।

 

গুগল এডসেন্স মূলত দুই প্রকার:

 

        ১. হোস্টেড একাউন্ট (hosted account) :

        ২. নন হোস্টেড একাউন্ট (non hosted account):

হোস্টেড নন হোস্টেড নিয়ে অন্য একটি বিস্তারিত আলোচনা রয়েছে।  

 

 

 

গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় (How to make money from google Adsense)

গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। এখানে ইনকাম এর কোন লিমিটেশন নেই। তবে সর্বনিম্ন 100 ডলার হলে আপনি ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। অনেকেই ব্লগ বা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অথবা অ্যাপস তৈরি করে তাতে এ্যাড শো করিয়ে হাজার হাজার ডলার ইনকাম করছেন। ইউটিউব বা ওয়েব সাইট এর মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে প্রথমে মনিটাইজেশন (Monetization) চালু করতে হবে। এর পর আপনার সাইটে এড শো হবে। কেউ এই এড এ ক্লিক করলে আপনার গুগল এডসেন্সে ডলার জমা হবে। এই ডলার টাকার হিসাবে ব্যাংক থেকে আপনি তুলে নিতে পারবেন।  

 

 

 

 

সহজে এবং দ্রুত অ্যাডসেন্স পাওয়ার সহজ উপায়

 

 

ইউটিউবে বা ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে আবেদন করতে:

 

 ১. অগে থেকে ইউটিউবে রয়েছে বা অন্যের ভিডিও কপি করে আপলোড করা যাবে না। সর্বশেষ 365 দিন এর মধ্যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউ এবং 1 হাজার সাবসক্রাইবার থাকতে হবে। যেদিন এই শর্ত পূরণ হবে সেদিন আপনি এডসেন্স এর আবেদন করতে পারবেন।

 

২. ব্লগ বা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা অবশ্যই About us, Contact Us , Privacy policy, Disclaimer  পেজ তৈরি করতে হবে  , সেই সাথে অন্তত ২০/২৫ টি ইউনিক  পোস্ট করতে হবে, পোস্ট এ অবশ্যই ইমেজ যুক্ত করতে হবে। পোস্ট গুলো গুগল সার্চ কনসোল এ (Google Search Console) ইনডেক্স করতে হবে। এখন আশা করা যায় খুব সহজেই আপনি এডসেন্স পেয়ে যাবেন।

 

৩. পলিসি ভায়োলেশন, এডাল্ট কনটেন্ট, কপি কনটেন্ট ব্লগ বা চ্যানেলে পাবলিশ করা যাবে না।

তবে আবেদন করার সাথে সাথেই আপনি এডসেন্স পেয়ে যাবেন না। এর জন্য আপনাকে অপেক্ষা করতে। সাধারণত 1 থেকে 14 দিন সময় এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। তাই আপনাকে ধৈর্য্য ধরতে হবে।

 

 

 

কিভাবে এডসেন্স একাউন্ট খুলব (Create Adsense account)  :

ব্রাউজারে আপনারা গুগল এডসেন্স ( Google Adsense) লিখে সার্চ করবেন। এরপর আপনারা সেখানে প্রবেশ করে সাইনআপ (Google Adsense sign up) অপশনে ক্লিক করে নিবেন।  এর পর আপনাকে ইমেইল এড্রেস দিতে হবে। ইমেইল এড্রেস এর নাম, ঠিকান এবং জন্ম তারিখ আপনার এনআইডি অনুযায়ী দিবেন। এর গুগল এডসেন্স এর একটি ফর্ম আসবে সেখানে আপনা নাম, ঠিকানা, এনআইডি অনুযায়ী এবং আপনার মোবাইল নাম্বার দিবেন। এর পর আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যালেন এড করবেন।  নির্দিষ্ট শর্ত পূরণ করা সাপেক্ষে যখন আপনি এডসেন্স পেয়ে যাবেন তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন।

 

 

 

 

কিভাবে  এডসেন্স থেকে ব্যাংকে টাকা নেব (Google Adsense payment) :

সাধারণত 10 ডলার (Google Adsense payment) হলে আপনাদের ঠিকানায় একটি চিঠি আসবে। এডড্রেস যাচাই করার জন্য। আপনার এনআইডি অনুযায়ী দেওয়া ঠিকানায় উল্লেখিত পোষ্ট অফিসে ভেরিফিকেশন লেটার আসবে। সেই লেটারে প্রদত্ত কোডটি এডসেন্স এর এডড্রেস ভেরিফিকেশন অংশে বসিয়ে ভেরিফাই সম্পন্ন করবেন। তারপর আপনার এডসেন্স একাউন্টে যখন 100 ডলার হয়ে যাবে তখন আপনারা ব্যাংক একাউন্ট যুক্ত করে টাকা আপনার ব্যাংকে টান্সফার করে নিতে পারবেন। একবার ব্যাংক একাউন্ট যুক্ত করা হয়ে গেলে এর পর থেকে 100 ডলার (Google Adsense payment)  বা তার উপরে হয়ে গেলে প্রতি মাসে আপনার ব্যাংকে পেমেন্ট চলে আসবে।

 

 

 

গুগল এডসেন্স এর বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছি উপরে। যদি কোন বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন করতে পারেন।


Post a Comment

Previous Post Next Post