২০২৩ সালে যে সকল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না

Why YouTube channel won't get monetization in 2023

 


২০২৩ সালে যে সকল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না, Which YouTube channel won't get monetization in 2023


 


Which YouTube channel won't get monetization in 2023





যেসকল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে নাঃ 


আপনি যদি ইউটিউবিং (Youtubing) করার কথা চিন্তা করে থাকেন তবে অবশ্যই ইউটিউবিং করার শর্ত এবং সঠিক নিয়ম গুলো আপনাকে জানতে হবে। যদি আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন (Monetization) পেতে চান এবং ইউটিউব থেকে ইনকাম (Youtube Income) করতে চান তবে অবশ্যই সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে। না।সঠিক নিয়ম জেনে ইউটিউব এ কাজ করলে প্রচুর ইনকাম করতে পারবেন।সবার আগে আপনাকে জানতে হবে মনিটাইজেশন পেতে হলে কি করতে হবে। কারণ অনেক পরিশ্রম করার পর মনিটাইজেশন (Monetization)যদি না পান তবে আপনার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হবে। আজকে আমরা কথা বলব কোন কোন ক্যাটাগরির চ্যানেল গুলো ইউটিউবে মনিটাইজেশন পাবে না।


২০২৩ সালে কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না

পরশ পাথর বলতে কিছু হয়না। আপনি সঠিক নিয়মে পরিশ্রম করেন, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন এবং সঠিক নিয়মে এগিয়ে যান, একদিন দেখবেন আপনার সকল কাজ পরশ পাথরে পরিণত হয়ে গেছে। খুব সহজে কোন কিছু অর্জন করা যায় না। তাই ধৈর্য রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে একদিন আপনি আপনার পরিশ্রমের মূল্য পেতে শুরু করবেন। সেদিন আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না।


সুতরাং ইউটিউবে ভাল মানের একজন কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে আগে ইউটিউবের রুলস সম্পর্কে জেনে নিতে হবে।


বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও ক্রিয়েটর এর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কোন একটি ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করে যদি


আজ আমরা এমন ২০টি ক্যাটাগরির ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলব যে গুলো কখনো মনিটাইজেশন পাবে না।


শর্ট ভিডিও কপি পেস্ট চ্যানেল

ইউটিউবের একটা ভাইরাল বিষয় হচ্ছে ইউটিউব শর্টস। শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসে এবং সহজেই ভাইরাল হয়। শর্ট ভিডিও থেকে মাত্র ১০ মিলিয়ন ভিউ হলেই ইউটিউব এ মনিটাইজেশন অন করা যায়। কিন্তু যারা টিকটক, ফেসবুক বা অন্যকোন জায়গা থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে আপলোড করেন এই ধরণের চ্যানেল মনিটাইজেশন পাবেনা।


মিক্স ক্যাটাগরির চ্যানেল 

অনেক সময় আমরা এক চ্যানেলে টেক, কুকিং, ট্রাভেল ইত্যাদি ভিডিও দিয়ে থাকি। কিন্তু ‍কুকিং চ্যানেলে কুকিং এর ভিডিও দিতে হবে। অন্য ক্যাটাগরির ভিডিও দিলে মনিটাইজেশন অন হবে না।


কম্পাইলেশন ভিডিও চ্যানেল


কম্পাইলেশন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ৫-১০ সেকেন্ড এর ভিডিও নিয়ে ৫-১০ মিনিট এর ভিডিও তৈরি করা।যেখানে কোন ক্রিয়েটিভিটি এবং নিজের ভয়েস থাকে না। এই ধরনের কনটেন্ট হলে মনিটাইজেশন পাবেন না।


ইমেজ স্লাইড শো ভিডিও চ্যানেল

ইমেজ দিয়ে স্লাইড তৈরি করে ভিডিও আপলোড দিলে যেখানে কোন ভয়েজ, টেক্সট নেই। এ ধরণের চ্যানেল মনিটাইজেশন পাবেনা।


মনিটাইজেশন পেতে হলে নিজের ভয়েস অ্যাড করতে হবে এবং ইমেজের সাথে টেক্সট ও ক্যাপশন অ্যাট করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।


হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও কখনো মনিটাইজেশন পাবে না। কারণ যারা এই ধরনের ভিডিও তৈরি করা হয় অন্যের ভিডিও বা মিউজিক দিয়ে।


গেমিং চ্যানেল চ্যানেল (ভয়েস না থাকলে)

শুধু মাত্র গেম এর ভিডিও রেকর্ড করে আপলোড করলে মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভয়েজ এড করে ভিডিও দিতে হবে।


কপি-পেস্ট ভিডিও চ্যানেল

অন্যের ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশন পাবেন না, যদি ফেয়ার ইউজেবল ভিডিও না হয়।ইউটিউব আপনাকে ধরে ফেলবে।তাই নিজের তৈরি ভিডিও আপলোড করতে হবে।


রিআপলোড কন্টেন্ট চ্যানেল

সোশ্যাল মিডিয়া থেকে যেমন, ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি থেকে ভিডিও নিয়ে আপলোড করলে মনিটাইজেশন অন করতে পারবেন না।


এছাড়া নিম্ন উল্লেখিত চ্যানেল গুলো মনিটাইজেশন পাবে না-

ডিজে, রিমিক্স গানের ক্যাটাগরির চ্যানেল 


ডান্স কভার চ্যানেল


নিউজ রিডিং ক্যাটাগরির চ্যানেল 


টিভি সিরিয়াল/ওয়েব সিরিজ/মুভি আপলোড চ্যানেল


Gambling/জুয়া খেলার ভিডিও ক্যাটাগরির চ্যানেল 


ক্রাকিং ও হ্যাকিং ক্যাটাগরির চ্যানেল 


ভিডিওতে ভয়েস ও ফেস না থাকা চ্যানেল


ডাউনলোডিং কনটেন্ট ক্যাটাগরির চ্যানেল 


রোস্টিং চ্যানেল


স্পোর্ট ভিডিও চ্যানেল 


ক্রিয়েটিভ কমন ভিডিও ক্যাটাগরির চ্যানেল 


বিপদজনক শিক্ষামূলক ক্যাটাগরির চ্যানেল 


 


 


 


 


ইউটিউব মনিটাইজেশন পলিসি

ইউটিউব ক্যাটাগরির পাশাপাশি youtube মনিটাইজেশনে কিছু পলিসি রয়েছে যেগুলো মেনে না আসলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। সেগুলো হচ্ছে -


সেক্সুয়াল কনটেন্ট আপলোড করলেঃ যদি আপনি ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন অথবা থাম্নেইলে সেক্সুয়াল কোন কিছু রাখেন তাহলে মনিটাইজেশন পেতে সমস্যা হব।

মেটা ডেসক্রিপশন এর অসদ্ব্যবহারঃ মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি টাইটেলে একটা দিচ্ছেন থামলে একটা দিছেন ভিডিওতে আরেকটা দেখিয়েছেন। অনেকেই আবার ডেসক্রিপশনে অনেক ট্যাগ দিয়ে দেয় এটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। এর ফলে মনিটাইজেশন পেতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

রিপিটেশন কনটেন্ট আপলোডঃ রিপিটেশন কন্টেন্ট এর অর্থ হচ্ছে যদি আপনার বেশিরভাগ কনটেন্ট এর ট ্যাগ অথবা টাইটেল অথবা ডেসক্রিপশন একই রকম থাকে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে হবে, সেম যেন না হয়।

রিইউজ কন্টেন্ট আপলোডঃ রিউজ কনটেন্ট এর অর্থ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফুটেজ নিয়ে হুবহু আপলোড করা। হুবাহু আপলোড না করে সেখানে একটু কালার করে কিংবা একটা টেক্সট এড করে নিজের ভয়েস এড করে আপলোড করলে রিউজ কনটেন্ট ধরবেনা।

সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম কিনা ঃ যদি আপনি বিভিন্ন সাইট থেকে ওয়াচ টাইম ও সাবস্ক্রাইবার কিনেন তাহলে ইউটিউব সেটা সহজে ধরতে পারবে। ইউটিউব আপনার চেয়ে অনেক বেশি স্মার্ট আপনি যেভাবেই অবৈধভাবে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব অর্জন করেন সেটা ইউটিউব জানবে। ফলে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে।

কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলেঃ ইউটিউবের কপিরাইট নিয়ম না মেনে ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর সেই স্টাইলটা তিন মাস পর্যন্ত আপনার চ্যানেলে থাকবে। যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি আপনার কপিরাইট স্ট্রাইক দুটি থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না।

Post a Comment

Previous Post Next Post