চাকরির পাশাপাশি বাড়তি আয়ের উপায়:
চাকরির পাশাপাশি ব্যবসা
করার জন্য আপনাকে ধৈর্যশীল এবং কৌশলী হতে হবে। চাকরির পাশাপাশি যদি আমরা নিজেদের ব্যবসা
প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তবে চাকরি পরবর্তী জীবনে ঐ ব্যবসা আমাদের জীবন ধারণ করতে
সাহায্য করবে। তাছাড়া চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম করতেও আমাদের সাহায্য করবে। অনেক
সময় দেখা যায় আমাদের খরচের তুলনায় বেতন অনেক কম হয়। তাই যদি চাকরির পাশাপাশি আমরা একটা
ব্যবসা শুরু করতে পারি তবে তা আমাদের জন্য অনেক লাভজনক হবে। আজকে কিছু ব্যবসা নিয়ে
কথা বলব যা আমরা চাকরির পাশাপাশি করতে পারি।
আমাদের জীবনের প্রথম
দিক থেকেই উচিত আয়ের একটা অংশ ব্যবসার জন্য জমানো। এই জমানো টাকা দিয়ে আমরা ছোট পরিশরে
ব্যবসা করতে পারি। আমরা অনেক সময় মনে করি অল্প টাকা দিয়ে অথবা এই ছোট ব্যবসা দিয়ে আমাদের
হবে। অনেক বড় পরিকল্পনা আমরা করে ফেলি এবং শুরুতেই অনেক বড় ফলাফল আশা করি। মনে রাখবেন
ধৈর্য্য ধরে যে কোন ব্যবসা যদি আপনি করে যান একদিন আপনি সফল হবেন। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা
শেখ আকিজ উদ্দিন ১৯৪০ এর দিকে রেলস্টেশনে চানাচুর, বাদাম, লজেন্স বিক্রি করে ব্যবসা
শুরু করেন। আজ তার সফলতার গল্প আমাদের কারো অজানা নয়। তাই জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে
ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।
১) মার্কেটিং
আপনি অফলাইন অথবা অনলাইন
দুভাবেই মার্কেটিং করতে পারেন। অনলাইনে অ্যামাজন, দারাজ ইত্যাদি কোম্পানির এ্যাফিলিয়েট
মার্কেটার হয়ে কাজ করতে পারেন। অপরদিকে অফলাইনে বিভিন্ন কোম্পানির বা দোকানের বিভিন্ন
পন্য নিয়ে ফ্রি সময়ে মার্কেটিং করতে পারেন। এজন্য আপনাকে বড় কিছু দোকান বা ডিলার এর
সাথে শখ্যতা গড়ে তুলতে হবে। যাতে করে তাদের থেকে পণ্য নিয়ে লাভ রেখে আপনি পাইকারি দামে
সেল দিতে পারেন। আপনি নিজের নামে কিছু ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারেন। পরবর্তীতে
অর্ডার পেলে পাইকারি দামে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করতে পারবেন। এর জন্য আপনাকে
খুব বেশি সময় দিতে হবে না। অফিস আওয়ার এর পরে অথবা বন্ধের দিনে আপনি অর্ডার নিয়ে পণ্য
গুলো সরবরাহ দিতে পারবেন।
২) রিসেলার ব্যবসা
পুরাতন বিভিন্ন পণ্য
আপনি ক্রয় করে তা আবার বিক্রি করতে পারেন। আপনার আত্মীয় স্বাজন বা প্রতিবেশীদের থেকে
বিভিন্ন পুরাতন পণ্য ক্রয় করে তা মেরামত করে আবার বিক্রি করতে পারেন।
৩) কুকিং বা ফুড আইটেম
চাকরির পাশাপাশি আপনি
চাইলে কেক মিষ্টি সহ বিভিন্ন খাবার তৈরি করে তা অনলাইনে ফেসবুক পেজ খুলে বিক্রি করতে
পারেন। পাশাপাশি অফলাইনেও আপনি অর্ডার নেওয়া ও বিক্রি করতে পারেন।
৪) ফটোগ্রাফার
মানুষ তাদের সুন্দর
মুহূর্ত গুলো আজকাল স্মৃতি হিসাবে রেখে দিতে চায়। তাই বিয়ে জন্ম দিন বা যে কোন অনুষ্ঠানে
ফটোগ্রাফার ভাড়া করে ফটোগ্রাফি করে থাকে। আপনি চাইলে ফটোগ্রাফার হিসাবে কাজ করতে পারেন।
এছাড়া বিভিন্ন ফটো তুলে অনলাইনে freepik.com shutterstock.com ইত্যাদি ওয়েবসাইটে সেল
দিতে পারেন।
৫) পশু-পাখি পালন/কৃষি
কাজ
গবাদি পশু অথবা হাঁস-মুরগি
পালন করে আপনি আপনি বাড়তি ইনকাম করতে পারেন। এছাড়া কৃষি কাজ করে যেমন, সবজি চাষ, ফলের
বাগান ইত্যাদি করেও আপনি ইনকাম করতে পারেন।
পরিশেষে বলতে চাই কোন
কাজই ছোট না। আপনি আজকে আপনার কাজকে সম্মান করুন একদিন মানুষ আপনাকে সম্মান করবে। ধৈর্য্য
ধরে সৎ পথে পরিশ্রম করে যান আপনিও একদিন সফল হবেন।