শূন্য থেকে ব্যবসা শুরু করার উপায়

টাকা ছাড়া ব্যবসা করার উপায়, শূন্য থেকে ব্যবসা শুরু করার উপায়, বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা, টাকা ছাড়া ব্যবসার আইডিয়া ২০২৩



অনেকের আগ্রহ থাকে ব্যবসায়ী হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার। কিন্তু নিজের ফ্যামিলিতে কোন ব্যবসায়ী না থাকায় আমরা কুল কিনারা করতে পারিনা। অনেকে হয়তো বাপ-দাদার ব্যবসার হাল ধরেন। কিন্তু আমরা নতুন যারা ব্যবসা শুরু করতে চাই তাদের নানা ধরণের প্রতিবন্ধকতা থাকে। কারো পুঁজির অভাব, কারোবা পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। আবার অনেকে দ্বিধায় থাকেন ব্যবসা নাকি চাকুরি। আল্লাহ তায়ালা ব্যবসার মধ্যে বারাকা রেখেছেন। আবার আমার চাইলে কিন্তু চাকুরি ব্যবসা দুইটাই করতে পারি। যাইহোক আমাদের আজকের আলোচনার বিষয় শূন্য থেকে আমরা কিভাবে ব্যবসা শুরু করতে পারি।

নতুন অবস্থায় আমাদের হয়তো তেমন কোন পুঁজি থাকে না যা দিয়ে আমরা ব্যবসা শুরু করে দিতে পারি। আবার এটাও সত্য যে টাকা থাকলে ব্যবসা করা যায় না। অনেকের হয়তো টাকা থাকে অথবা পরিবারের কারো কাছ থেকে টাকা নিয়ে, লোন নিয়ে  ব্যবসা শুরু করে দেয়। কিন্তু দেখা যায় যে পর্যাপ্ত পুঁজি থাকার পরও সফল হতে পারে না। তাই টাকা থাকলেই হুটহাট কোন ব্যবসায় নামা যাবে না। টাকা থাকলেই যে ব্যবসা করা যাবে এই ধারণা ভুল। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে শূন্য থেকে অথবা স্বল্প পুঁজি নিয়ে আমরা ব্যবসায় নামতে পারি এবং সর্বশেষে নিজেদের কে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারি।

ব্যবসা করার জন্য মনস্থির করলে আপনার প্রথম কাজ হবে কোন ব্যবসার প্রতি আপনার আগ্রহ আছে সেটি খুঁজে বের করা। তারপর সে ব্যবসার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া। যারা এই ব্যবসা গুলো করছে তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে কথা বলে অভিজ্ঞতা অর্জন করা। প্রয়োজনে এই সব ব্যবসা প্রতিষ্ঠানে নিজে কর্মচারী হিসাবে কাজ করা।

এর পর আপনাকে এমন একটি সিস্টেম তৈরি করে নিতে হবে যেখানে আপনি মালিকের কাছ থেকে পন্য নিয়ে সেল করে টাকা দিবেন। আপনি পাইকারি দামে মাল নিবেন এবং সেটি খুচরা বা পাইকারিতে অন্যত্র বিক্রি করবেন। এর জন্য দোকান মালিককে আগে থেকে বলে রাখবেন পন্য সেল দেওয়ার পর আপনি তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন। আপনি নিজের নামে কিছু ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এর ফলে আপনার নিজের প্রতিষ্ঠান না থাকলেও আপনার নামে একটি মার্কেটিং হয়ে যাবে। যা পরবর্তীতে আপনার কাজে লাগবে। এর মাধ্যমে আপনার কোন প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও আপনার একটি মার্কেট ভ্যালু তৈরি হবে। যা ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে।

বর্তমান এই প্রযুক্তির যুগে আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনার পন্য সেল দিতে পারেন। এর জন্য আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। ফেসবুকে আপনার পন্যের বিজ্ঞাপন দিয়ে আপনি অর্ডার নিতে পারেন এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে যার মাধ্যমে অল্প খরচে আপনি পন্য কাস্টমারের নিকট পৌঁছে দিতে পারবেন।

এখন আপনি চিন্তা করতে পারেন আমারতো কোন পুজি  নেই আমি কিভাবে পন্য কিনব। আমাদের চারপাশে অনেক পরিচিত ব্যবসায়ী বা বন্ধু আছেন। তাদের সাথে আমাদের সখ্যতা গড়ে তুলতে হবে। যাতে করে আমরা তাদের থেকে পন্য নিয়ে সেল দিতে পারি এবং পন্য সেল হবার পর তাদের টাকা পরিশোধ করে দিব। সেল থেকে যে লাভ হবে তা আপনি আলাদা করে জমিয়ে রাখবেন। যা দিয়ে ধীরে ধীরে আপনার ব্যবসার পুজি গড়ে তুলবেন।

Post a Comment

Previous Post Next Post